হোম > খেলা > ক্রিকেট

কোহলি অধিনায়কত্ব ছাড়ায় আম্পায়াররা শান্তিতে ঘুমাতে পারবেন, বললেন ডি ভিলিয়ার্স 

ক্রীড়া ডেস্ক

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন বিরাট কোহলি। গত সোমবার কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পর আরসিবির হয়ে অধিনায়কত্ব অধ্যায়ের ইতি ঘটেছে তাঁর। কোহলি বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়ায় আইপিএলের আম্পায়াররা শান্তিতে ঘুমাতে পারবেন মনে করেন তাঁর আরসিবি সতীর্থ প্রোটিয়া ব্যাটার এ বি ডি ভিলিয়ার্স। 

২২ গজে কোহলি সব সময় এক ‘আক্রমণাত্মক’ চরিত্র। প্রায়ই আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ার দৃশ্যও ক্যামেরায় ধরা পড়েছে একাধিকবার। আইপিএলে আরসিবির অধিনায়কত্ব ছাড়ায় আম্পায়ারদের সঙ্গে কোহলির তর্কে জড়ানোর সম্ভাবনা এখন কমেছে। ডি ভিলিয়ার্স তাই মজা করে বলেছেন, ‘আমার মনে হয়, কোহলি অধিনায়কত্ব ছাড়ায় বেশ কয়েকজন আম্পায়ার শান্তিতে ঘুমাতে পারবেন! তাদের কথা ভেবে আমি খুশি।’ 

গত সোমবারে কলকাতার বিপক্ষে এলিমিনেটর ম্যাচে হেরে আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর নিজেদের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে বেঙ্গালুরু দল। সেখানে কোহলির অধিনায়কত্বের এই সময়টা উদযাপন করতে গিয়ে ডি ভিলিয়ার্স মজা করে এমন মন্তব্য করেন। একই সঙ্গে কোহলিকে জানিয়েছেন শুভকামনাও, ‘অধিনায়কত্বের দারুণ ক্যারিয়ারের জন্য কোহলি তোমাকে অভিনন্দন। তুমি এখন আরও স্বাধীনভাবে খেলবে এবং আরসিবি ও ভারতের হয়ে অনেক ট্রফি জিতবে, যেটা দেখতে আমার খুব ভালো লাগবে। ভালো থেকো আমার বন্ধু, আমার অধিনায়ক।’ 

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

সেকশন