হোম > খেলা > ক্রিকেট

ভারতের বিপক্ষে শাহিনকে পাবে পাকিস্তান, জানিয়েছেন রমিজ

চোটের সঙ্গে গত কয়েক মাস ধরে লড়াই করছেন শাহিন শাহ আফ্রিদি। ২২ গজে নামতে পারছেন না অনেক দিন ধরেই। তবে এবার শাহিনকে নিয়ে আশার বাণী শুনিয়েছেন রমিজ রাজা। এই বাঁহাতি পেসার বিশ্বকাপে খেলতে প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান, যেখানে ২৩ অক্টোবর মেলবোর্নে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হবে। 

শাহিনের চোটের ব্যাপারে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন রমিজ। বিশ্বকাপ খেলতে শাহিন ১১০ ভাগ প্রস্তুত বলে জানিয়েছেন পিসিবির চেয়ারম্যান। তিনি বলেন, ‘শাহিন আফ্রিদির সঙ্গে দুই দিন আগে আমি কথা বলেছি। সে (শাহিন) দারুণ উন্নতি করছে এবং ডাক্তাররা আমাকে ভিডিও পাঠিয়েছেন। সে ৯০ ভাগ সুস্থ এবং তাঁরা চিন্তা করছেন যে সে বিশ্বকাপের জন্য প্রস্তুত।'

রমিজ আরও বলেন, ‘হাঁটুর চোট খুবই স্পর্শকাতর ব্যাপার। তাই আমরা ভাবছি যে সে ১১০ ভাগ সুস্থ না হলে তাকে খেলানোর ঝুঁকি নেব না। কিন্তু যখন তার সঙ্গে কথা বললাম, সে জানিয়েছে, এখনই ১১০ ভাগ প্রস্তুত। সে আমাকে বলেছে যে প্রস্তুতি ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে এবং ভারতের বিপক্ষে খেলতে প্রস্তুত।’ 

গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলেছিল পাকিস্তান। দুবাইয়ে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছিল পাকিস্তান, যা ছিল বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১৩ ম্যাচে পাকিস্তানের প্রথম জয়। ভারতীয় টপ অর্ডারের ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছিলেন শাহিন।

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান