হোম > খেলা > ক্রিকেট

আহত পন্তের সব লুট করে নিল স্থানীয়রা

ক্রীড়া ডেস্ক

ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি এখন ঋষভ পন্ত। ভারতীয় ক্রিকেটারের বড় কোনো শারীরিক ক্ষতির তথ্য এখনো পাওয়া যায়নি। তবে পন্তের আর্থিক ক্ষতির কথা বলা হয়েছে ভারতীয় গণমাধ্যমের খবরে।

সংবাদমাধ্যমের খবর, দুর্ঘটনার পর সাহায্য করতে এগিয়ে আসা স্থানীয়দের একাংশ পন্তের গাড়িতে থাকা সব জিনিসপত্র লুট করেছে। পন্থের সঙ্গে একটি ব্যাগে বেশ কিছু নগদ রুপি ছিল। সেই ব্যাগটিও পাওয়া যায়নি।

বলা হচ্ছে, গাড়িতে পন্তের সঙ্গে নগদ ৩-৪ লাখ রুপি ছিল। দুর্ঘটনার পর গাড়ির মধ্যে থেকে রুপি ও অন্যান্য জিনিসপত্র নিয়ে স্থানীয়দের একাংশ সটকে পড়ে। রুপি ও ব্যাগের কোনো হদিস পাওয়া যায়নি।

বাংলাদেশ সফরের পর নিজের বাড়িতে যাওয়া হয়নি পন্তের। বড়দিন এবং ইংরেজি নববর্ষ উপলক্ষে পরিবারের সদস্যদের জন্য কিছু উপহার নিয়ে বাড়ি ফিরছিলেন পন্ত। সে সব জিনিসও লুট হয়েছে।

স্থানীয়দের একাংশের বিরুদ্ধে এই অভিযোগ উঠলেও অনেকে অবশ্য পন্তকে সাহায্য করেছেন। মাটি থেকে তুলে তাঁর গায়ে চাদর জড়িয়ে দেন এবং হাসপাতালে নিয়ে যান।

দুর্ঘটনার পর পন্তকে প্রথমে নিয়ে যাওয়া হয় দেরাদুনের এক হাসপাতালে। সেখানকার চিকিৎসক সুশীল নাগর বলেছেন, ‘পন্তকে যখন আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়, তখন ওর সম্পূর্ণ জ্ঞান ছিল। শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তপাত হচ্ছিল।’

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

সেকশন