Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

আইসিসির প্রধান নির্বাহীর কথায় এখন কী করতে পারে ভারত

ক্রীড়া ডেস্ক

আইসিসির প্রধান নির্বাহীর কথায় এখন কী করতে পারে ভারত

পাকিস্তানে কোনো টুর্নামেন্ট আয়োজনের কথা থাকলে ভারতের বাগড়া দেওয়া আর নতুন কী! ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়েও জল ঘোলা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিসের দাবি, চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান থেকে সরছে না।

সংযুক্ত আরব আমিরাতে ৩ অক্টোবর শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর আগে বুধবার দুবাইতে যখন আইসিসি ব্রিফিং করেছে, তখনই প্রশ্ন উঠেছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। এই প্রশ্নের উত্তরে অ্যালার্ডিস জানিয়েছেন, পাকিস্তানেই হবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসির প্রধান নির্বাহীর দাবি, টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। আইসিসিকে দলগুলো আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন অ্যালার্ডিস। এখানেই চলে আসে বিসিসিআইয়ের প্রসঙ্গ। কারণ নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারত প্রতিবেশী দেশে সফর করতে চাইছে না। যদিও কদিন আগে বিদেশি গণমাধ্যমগুলোতে প্রচারিত সংবাদে জানা গেছে, পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত আগ্রহী। এ ক্ষেত্রে বিসিসিআইকে অপেক্ষা করতে হচ্ছে ভারত সরকারের সবুজ সংকেতের ওপর।  

বিসিসিআই এখনো চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে না যাওয়ার বিষয়টি ঝুলিয়ে রেখেছে।  পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাওয়া বা টুর্নামেন্ট প্রত্যাখ্যান করা—আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানায়নি বিসিসিআই। এখানে জলজ্যান্ত উদাহরণ হিসেবে চলে আসে ২০২৩ এশিয়া কাপের কথা। পাকিস্তানে এককভাবে আয়োজনের কথা থাকলেও ভারতের আপত্তিতে হাইব্রিড মডেলে শ্রীলঙ্কা-পাকিস্তান দুই দেশ মিলে হয়েছিল। এবার হয়তো পাকিস্তান থেকে চ্যাম্পিয়নস ট্রফিও সরে যাবে।  আইসিসির ইভেন্টটি পাকিস্তানে আয়োজনের ব্যাপারে অ্যালার্ডিস যতই আশ্বাস দিন, ক্রিকেটের অভিভাবক সংস্থায় তো ভারতের দাপট বেড়েছে। কদিন আগেই যে আইসিসির চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। একই সঙ্গে জয় শাহ বিসিসিআইয়ের সেক্রেটারিও। 

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আট দল। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ। টুর্নামেন্টের গ্রুপিং ও খসড়া সূচি আইসিসি আনুষ্ঠানিকভাবে না জানালেও বিদেশি গণমাধ্যমে সূচি ফাঁস হয়ে গেছে কয়েক মাস আগে। ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফি সবশেষ আয়োজিত হয়েছিল ২০১৭ সালে। লন্ডনের ওভালে সেই ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল পাকিস্তান।

ভারত ফাইনালে না ওঠায় বড় অঙ্কের ক্ষতির মুখে ‘ক্রিকেটের মক্কা’

দুঃসময়ে সেরা সুখবর পেলেন হারিস রউফ

চ্যাম্পিয়নদের ঘটা করে বরণ কেন এবার করবে না ভারতীয় বোর্ড

বোর্ডের সেই কম্পিউটার বিশ্লেষক আবারও ধুয়ে দিলেন বিসিবিকে

টেস্টের ১৫০তম বার্ষিকী রঙিন করতে বিশেষ ব্যবস্থা

বাংলাদেশ যুবাদের সিরিজের সূচি জানাল শ্রীলঙ্কা

হঠাৎ নিউজিল্যান্ডের অধিনায়ক পরিবর্তন

আফগানিস্তান ক্রিকেট নিষিদ্ধের চিঠি

এমন চমকে দেওয়া চ্যাম্পিয়নস ট্রফি আগে কখনো হয়নি

কোয়ার্টার ফাইনাল কি নিশ্চিত করতে পারবে বার্সেলোনা