হোম > খেলা > ক্রিকেট

শুরুর চাপ সামলে দারুণ খেলছেন বাংলাদেশের যুবারা 

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত-দুবাইয়ে আজ দুটি দলের জন্যই মঞ্চটা প্রস্তুত প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতার। বাংলাদেশ এর আগে ফাইনাল খেললেও জিততে পারেনি শিরোপা। অন্যদিকে এবার রীতিমতো সবাইকে চমকে দিয়ে ফাইনালে উঠেছে আরব আমিরাতের যুবারা।

দুবাইয়ে আজ ২০২৩ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে টস জিতে ফিল্ডিং নিয়েছেন আমিরাত অধিনায়ক আয়ান আফজাল খান। স্বাগতিক বোলারদের দুর্দান্ত বোলিংয়ে শুরুতে রানের চাকা ধীর গতির হয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। পঞ্চম ওভারের শেষ বলে ওপেনার জিসান আলমের উইকেট তুলে নেন ওমিদ রেহমান। ১৫ বলে ১ চারে ৭ রান করে জিসান যখন বিদায় নেন, বাংলাদেশের স্কোর হয়ে যায়  ৫ ওভারে ১ উইকেটে ১৪ রান।

উদ্বোধনী জুটি ভাঙার পর তিন নম্বরে ব্যাটিংয়ে আসেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। রিজওয়ানকে নিয়ে বাংলাদেশকে সাবধানে এগিয়ে নিতে থাকেন আরেক ওপেনার আশিকুর রহমান শিবলি। প্রথম ১০ ওভারে ১ উইকেটে ২৭ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেখান থেকে ধীরে ধীরে রানরেট বাড়তে থাকে বাংলাদেশের। ২০ ওভার শেষে তাদের স্কোর হয়েছে ১ উইকেটে ৮১ রান। তখন রানরেট হয়েছে ৪.০৫।

সাবলীলভাবে খেলতে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ২৩ ওভার পর্যন্ত স্কোর ছিল ১ উইকেটে ৯৬ রান। এরপর ২৪তম ওভারে ৯ রান নিয়েছে বাংলাদেশ। যার মধ্যে রিজওয়ান একটি চার মেরেছেন আমিরাতের লেগস্পিনার আম্মার বাদামিকে। ২৫তম ওভারে শিবলি, রিজওয়ান দুজনই ফিফটির দেখা পেয়েছেন। শিবলি এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চারটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন। যার মধ্যে একটিকে পরিণত করেছেন সেঞ্চুরিতে।   

শিবলি, রিজওয়ানের সাবলীল ব্যাটিংয়ে ৩০ ওভারে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১ উইকেটে ১৩৭ রান। ৩১তম ওভারের চতুর্থ বলে ধ্রুব পরাশরকে সুইপ করতে যান রিজওয়ান। টপ এজ হওয়া বল ডিপ মিড উইকেট থেকে দৌড়ে এসে ক্যাচ ধরেন বাদামি। ৭১ বলে ৪ চার ও ১ ছক্কায় ৬০ রান রিজওয়ান। দ্বিতীয় উইকেটে রিজওয়ান-শিবলির জুটিতে যোগ হয়েছিল ১২৫ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত  বাংলাদেশের স্কোর ৩৬ ওভারে ২ উইকেটে ১৭২ রান। ৮৮ রানে ব্যাটিং করছেন শিবলি। আরিফুল ইসলাম অপরাজিত আছেন ১৩ রানে।

 

 

 

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল

পাওনা টাকা পেয়েই জ্বলে উঠলেন তাসকিনরা

সেকশন