ক্রীড়া ডেস্ক
এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শুরুর বাজে ফর্ম কাটিয়ে দুর্দান্ত ছন্দে আছেন সাকিব আল হাসান। টানা দ্বিতীয় ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন তিনি। অলরাউন্ডারের ঝোড়ো ফিফটিতে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
১২৬ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি গায়ানার। দলীয় ১৮ রানে ২ উইকেট হারায় গায়ানা। ৪ নম্বরে সাকিব ব্যাটিংয়ে নেমে রহমানউল্লাহ গুরবাজে সঙ্গে তৃতীয় উইকেটে দারুণ এক জুটি গড়েন। তাঁদের ৭৯ রানের জুটিই বার্বাডোজকে ৫ উইকেটে হারাতে সহায়তা করে। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও ছিলেন সাকিব। মাত্র ৩০ বলে ৫৩ রান করে ওবেদ ম্যাককয়ের বলে আউট হয়েছেন তিনি। এই ঝোড়ে ইনিংসে সাজাতে ৫ চারের বিপরীতে ৩ ছক্কাও মেরেছিলেন তিনি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তে নিয়ে বার্বাডোজকে ১২৫ রানে অলআউট করেছে গায়ানা। সাকিবদের দুর্দান্ত বোলিংয়ের তোপে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকেন প্রতিপক্ষরা। শেষ পর্যন্ত দলটি ১২৫ রান করতে পেরেছে টেলএন্ডারদের ছোট ছোট কিছু ইনিংসের সৌজন্যে। দলটির হয়ে সর্বোচ্চ ৪২ রান করেছেন অলরাউন্ডার জেসন হোল্ডার। ২ ওভার ৩ বল করে ১২ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন সাকিব। ৩ ওভারে ১৪ রান দিয়ে দলের সেরা বোলার রোমারিও শেফার্ড।
দলের সেরা বোলার হতে না পারলেও অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন সাকিব। এই জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় হওয়ায় সিপিএলের ফাইনালে ওঠার দুটি সুযোগ পাবে তাঁর দল। আগামী মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার খেলবে ৫ উইকেটে হারানো বার্বাডোজের বিপক্ষেই। এ ম্যাচে হারলেও গায়ানা দ্বিতীয় কোয়ালিফায়ারে সুযোগ পাবে টুর্নামেন্টির ফাইনালে যাওয়ার।