হোম > খেলা > ক্রিকেট

আল ইত্তিহাদের বিশাল জয়ে উচ্ছ্বসিত বেনজেমা

ক্রীড়া ডেস্ক

সৌদি প্রো লিগের নতুন মৌসুমে দাপটের সঙ্গে খেলছে আল ইত্তিহাদ। প্রতিপক্ষদের জালে গোলের বন্যা বইয়ে দিচ্ছে তারা। গতকালও বিশাল জয় পেয়েছে আল ইত্তিহাদ। দলের দুর্দান্ত জয়ে অবদান রেখেছেন করিম বেনজেমা।

প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে আল ইত্তিহাদের প্রতিপক্ষ ছিল আল রিয়াদ। ১৭ মিনিটে বেনজেমার গোলে এগিয়ে যায় আল ইত্তিহাদ। এবার তাঁকে অ্যাসিস্ট করেছেন রোমারিনহো। ২৫ মিনিটে পেনাল্টিতে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আল ইত্তিহাদের স্ট্রাইকার আবদেররাজ্জাক হামদাল্লাহ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করেন হামদাল্লাহ। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে শেষ করে আল ইত্তিহাদ। দ্বিতীয়ার্ধে দুই দলই গোল করার চেষ্টা করছিল। তবে কেউই গোলের দেখা পাচ্ছিল না। এরপর শেষ মুহূর্তে এসে গোলের দেখা পায় আল ইত্তিহাদ। বেনজেমার অ্যাসিস্টে অতিরিক্ত সময়ের ৩ মিনিটে গোল করেন সালেহ আল আমরি। আল রিয়াদের বিপক্ষে ৪-০ গোলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বেনজেমা। ফ্রান্সের এই স্ট্রাইকার নিজের ফেসবুক পেজে ‘টুগেদার’ লিখে আগুনের ইমোজি দিয়েছেন। ভক্ত সমর্থকদের ধন্যবাদও জানিয়েছেন তিনি।

অন্যদিকে প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে আল আখদুদকে ১-০ গোলে হারিয়েছে আল আহলি সৌদি। অতিরিক্ত সময়ের ৬ মিনিটে রবার্তো ফিরমিনোর অ্যাসিস্টে গোল করেন ফ্র্যাংক কেসি। তাতে আল আহলি সৌদি, আল ইত্তিহাদে দুটো দলই টুর্নামেন্টে সমান ৯ পয়েন্ট করে পেয়েছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আল ইত্তিহাদ। টুর্নামেন্টে ৩ ম্যাচে ৯ গোল দিয়ে এক গোলও হজম করেনি তারা। আর আল আহলি সৌদি ৩ ম্যাচে দিয়েছে ৭ গোল আর হজম করেছে ২ গোল। এছাড়া আল রায়েদকে ৪-০ গোলে হারিয়েছে আল হিলাল আর আল ইত্তিফাক-আল খালিজ ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন