হোম > খেলা > ক্রিকেট

‘খলনায়ক’ হাসান আলীর পাশে ওয়াসিম আকরাম

পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে পাকিস্তানের। পাকিস্তানের হারে খলনায়ক বনে গেছেন হাসান আলী। শাহিন শাহ আফ্রিদির ১৯ তম ওভারের তৃতীয় বলে অজিদের জয়ের নায়ক ম্যাথু ওয়েডের ক্যাচ মিস করে বসেন হাসান। এতেই পাকিস্তান সমর্থকদের রোষানলে পড়েছেন তিনি। তবে এই কঠিন সময়ে ওয়াসিম আকরামকে পাশে পাচ্ছেন হাসান।

শেষ দুই ওভারে অস্ট্রেলিয়ার যখন ২২ রান দরকার তখনো বাজির ধর হয়তো পাকিস্তানের পক্ষে ছিল। ১৯ তম ওভারে বোলিংয়ে আসেন পাকিস্তানের সেরা তো বটেই এই বিশ্বকাপের সেরা বোলার শাহিন। শাহিনের এই ওভারে যে অজিরা ম্যাচ শেষ দেবে কেউ হয়তো ঘুণাক্ষরেও ভাবেনি। শেষ তিন বলে তিন ছক্কার আগে ওয়েডের ক্যাচ মিসটাকেই ম্যাচের টার্নিং পয়েন্ট বলছেন অনেকে। 

ক্যাচ মিসের সঙ্গে বোলিংয়েও এদিন সুবিধা করতে পারেননি হাসান। চার ওভারে ৪৪ রান দেন। সমর্থকদের তোপের মুখে থাকা এই বোলারের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তান কিংবদন্তি আকরাম, ‘যে জিনিসটা কখনোই চাই না, পুরো দেশ এখন হাসান আলীর বিপক্ষে দাঁড়িয়ে গেছে। আমি এটার ভেতর দিয়ে গেছি, ওয়াকার ইউনুস গেছে। অন্য দেশে মানুষের জন্য এটা শুধুই খেলা। পরের দিন হয়তো বলবে, চেষ্টা করেছো, কপাল খারাপ, পরেরবার হবে।’ 

সমর্থকদের মতো এই ব্যাপারগুলো খেলোয়াড়দের জন্যও কঠিন বলে মনে করেন আকরাম, ‘এই মুহূর্তগুলো সমর্থকদের মতো খেলোয়াড়দের জন্যও কঠিন। তারা রুমে যায়, চুপচাপ বসে থাকে, পরিবারের কারও সঙ্গে কথা বলে না। হারাটা তাদের ক্ষতবিক্ষত করে।’ 

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ