ক্রীড়া ডেস্ক
শিখর ধাওয়ানের কাছে গতকাল যেন ছিল ‘যন্ত্রণার’ এক দিন। তাঁর দল পাঞ্জাব কিংস যেমন হেরেছে তেমনি সতীর্থদের ব্যাটিং ব্যর্থতায় ৯৯ এ থামতে হয় তাকে।
গতকাল হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংস। টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে পাঞ্জাব ৯ উইকেটে করে ১৪৩ রান। দলের ব্যর্থতায় অধিনায়ক ধাওয়ান অপরাজিত থাকেন ৯৯ রানে।
ধাওয়ানের এই ইনিংস আইপিএল ইতিহাসে ৯৯ রানে আটকে যাওয়া নবম ইনিংস। দুইবার ৯৯ রানে থামতে হয় ক্রিস গেইলকে। যার মধ্যে একবার অপরাজিত ছিলেন ক্যারিবিয়ান ব্যাটার। দুবারই পাঞ্জাবের হয়ে এমন যন্ত্রণায় পোড়েন গেইল।
চেন্নাইয়ের ব্যাটার সুরেশ রায়না এবং ব্যাঙ্গালুরুর ব্যাটার মায়াঙ্ক আগারওয়ালকেও ৯৯ এ আটকে যাওয়ার যন্ত্রনায় পুড়তে হয়েছে একবার। ধাওয়ানের মতো তারাও অপরাজিত ৯৯ এ থামেন।
আইপিএলে ৯৯-এ আটকা পড়েছেন যাঁরা:
সুরেশ রায়না (চেন্নাই): প্রতিপক্ষ: হায়দরাবাদ; ২০১৩
বিরাট কোহলি (বেঙ্গালুরু): প্রতিপক্ষ: দিল্লি; ২০১৩
ক্রিস গেইল (পাঞ্জাব): প্রতিপক্ষ: বেঙ্গালুরু; ২০১৯
পৃথ্বী শ (দিল্লি): প্রতিপক্ষ: কলকাতা; ২০১৯
ইশান কিশান (মুম্বাই): প্রতিপক্ষ: বেঙ্গালুরু; ২০২০
ক্রিস গেইল (পাঞ্জাব): প্রতিপক্ষ: রাজস্থান; ২০২০
মায়াঙ্ক আগারওয়াল (পাঞ্জাব): প্রতিপক্ষ: দিল্লি; ২০২১
রুতুরাজ গায়কোয়াড (চেন্নাই): প্রতিপক্ষ: হায়দরাবাদ; ২০২২
শিখর ধাওয়ান (পাঞ্জাব): প্রতিপক্ষ: হায়দরাবাদ; ২০২৩