হোম > খেলা > ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অনিশ্চিত উইলিয়ামসন

ক্রীড়া ডেস্ক

ঢাকা: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে বড় ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। চোটের কারণে ফাইনাল হাতছাড়া করতে পারেন কেন উইলিয়ামসন। কিউই অধিনায়কের চোট চিন্তার ভাঁজ ফেলেছে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেডের কপালে।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বাঁ হাতের কনুইয়ে চোট পেয়েছেন উইলিয়ামসন। বৃহস্পতিবার এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে নিউজিল্যান্ড। উইলিয়ামসনকে পাওয়া–না পাওয়া নিয়ে কথা বলেছেন গ্যারি স্টেড, ‘তার (উইলিয়ামসন) কনুইয়ে হালকা ব্যথা আছে। কনুইয়ের চোট ওকে কিছুটা ভোগাচ্ছে। এই অবস্থায় ওকে খেলাব কি না ভাবছি।’

বছরের শুরু থেকে চোটের সমস্যা পিছু ছাড়ছে না উইলিয়ামসনের। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম তিনটি ম্যাচ এ জন্য খেলতে পারেননি। তবে আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় কিছুদিনের বিশ্রাম পেয়েছিলেন কিউই অধিনায়ক। লর্ডস টেস্টের পর পুরোনো চোট আবারও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

চোটে পড়ে দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গেছেন বাঁ-হাতি স্পিনার মিচেল স্যান্টনার। প্রথম টেস্টে দলে না থাকা পেসার ট্রেন্ট বোল্ট এজবাস্টনে খেলবেন বলে জানিয়েছেন কিউই কোচ স্টেড।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন