‘বিশ্বচ্যাম্পিয়ন ভারত খেলল বিশ্ব চ্যাম্পিয়নের মতোই’—ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে হারের এই মন্তব্য জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার। চ্যাম্পিয়ন ভারতের আসল রূপই যে দেখলেন তাঁরা। গতকাল হারারেতে সিরিজের প্রথম ম্যাচে অপ্রত্যাশিত হারের পর দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ১০০ রানে হারিয়েছে ভারত। সেই সঙ্গে প্রতিশোধ নিয়ে পাঁচ ম্যাচের সিরিজে সমতায় ফিরল ১-১ ব্যবধানে।
তরুণদের নিয়ে গড়া দল নিয়ে জিম্বাবুয়ে সফরে ভারত প্রথম ম্যাচে হারে ১৩ রানে। তবে গতকাল তারই শোধ তুলল। প্রথমে ব্যাট করে ওপেনার অভিষেক শর্মার সেঞ্চুরিতে রানের বন্যায় বয়ে দেয় ভারত। ২ উইকেটে করে ২৩৪ রান। শুরুতে আরেক ওপেনার শুবমান গিল (২) ফিরলেও থামেনি ভারতের তাণ্ডব। গত আইপিএল কাঁপানো অভিষেক ৪৭ বলে ৭ চার ও ৮ ছয়ে করেন ১০০ রান। রুতুরাজ গাইকোয়ার্ড ৭৭ ও রিংকু সিং অপরাজিত থাকেন ৪৮ বলে।
ম্যাচসেরার পুরস্কার জেতা অভিষেক গতকাল আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচেই মেরেছিলেন ডাক। আজ পেলেন অভিষেক সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে ভারতের হয়ে এখন তিনিই (২৩ বছর ৩০৭ দিন) চতুর্থ কনিষ্ঠ সেঞ্চুরিয়ান। আর ভারতের হয়েও এই ফরম্যাটে চতুর্থ দ্রুততম সেঞ্চুরি। ইনিংসের ১৪ তম ওভার করতে আসা ওয়েলিংটন মাসাকাদজাকে টানা তিন ছয় মেরে সেঞ্চুরি উদ্যাপন করেন অভিষেক।
লক্ষ্য তাড়ায় জিম্বাবুয়ে যেন এই পাহাড়সম রান পাড়ি দেওয়ার চিন্তায় করেনি। ১৮.৪ ওভারে ১৩৪ রানে অলআউট হন রাজারা। সর্বোচ্চ ৪৩ করেন ওপেনার জিম্বাবুয়ে ওপেনার ওয়েসলি মাধেভেরে। লুক জংওয়ের ব্যাট থেকে আসে ৩৩ রান। ভারতের হয়ে সমান ৩টি করে উইকেট নেন দুই পেসার মুকেশ কুমার ও আভেস খান।
এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে রান হয়েছে ৩৬৮ রান, যা ভারত-জিম্বাবুয়ের টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ।