হোম > খেলা > ক্রিকেট

‘ওই রকম’ একটা জুটির আক্ষেপ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে গতকাল বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছিলেন, ম্যাচের প্রথম ১০-১৫ ওভার ব্যাটিং করা বেশ কঠিনই হবে। কিন্তু কঠিন ওই ১০-১৫ ওভার বাংলাদেশের গতিপথই ঠিক করে দিল। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাতে ভুল করেননি আফগানিস্তানের অধিনায়ক শাহিদি।

বাংলাদেশ ১৩ ওভারের মধ্যেই তিন টপ অর্ডারকে হারায়। মিডল ও লোয়ার অর্ডারের ব্যর্থতার ম্যাচে তাওহীদ হৃদয়ের ফিফটির সৌজন্যে ৯ উইকেটে ১৬৯ রান করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ডিএল মেথডে আফগানিস্তান ১৭ রানে জিতেই গেল। তাওহীদ হৃদয় মনে করছেন, এখান থেকে বাংলাদেশ কামব্যাক করতে পারবে। সিরিজ জেতারও সুযোগ আছে বলেও বিশ্বাস তাঁর।

ম্যাচ শেষে ভগ্ন চেহারায় সংবাদ সম্মেলনে আসনে বসলেন হৃদয়। হারের পর স্বাভাবিকভাবে শরীরিভাষা যেমনটা হওয়ার কথা ছিল। তবে হারের জন্য কোনো ‘যদি-কিন্তু’ খুঁজলেন না তিনি। ব্যাটিং ব্যর্থতাকেই দুষলেন, ‘উইকেট অতটা কঠিন ছিল না। উইকেট কিছুটা ধীর গতির ছিল। বাউন্স দুই রকমের ছিল। আমরা যদি আরেকটু ভালো ব্যাটিং করতাম, তাহলো হয়তো খেলার দৃশ্যটা পরিবর্তন হত। সব মিলিয়ে আমাদের আজকে ব্যাটিংটা ভালো হয়নি।’

গত বছর ফেব্রুয়ারিতে আফগানদের বিপক্ষে চট্টগ্রামেই প্রথম ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। ৪৫ রানেই ৬ উইকেট হারিয়েছিল স্বাগতিকেরা। কিন্তু সেখান থেকে ১৭৪ রানের অসাধারণ এক জুটিতে বাংলাদেশকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন।

আগের সিরিজের মতো লোয়ার আর্ডারে আজও এমন একটি জুটি অনুভব করেছিলেন হৃদয়, ‘গত সিরিজে মিরিজ ভাই ও আফিফ দুজনেই প্রথম ম্যাচটা শেষ করেছিল। আমাদের বিশ্বাস ছিল, আজও লোয়ার অর্ডার থেকে একটা ভালো জুটি হবে। কিন্তু ওই জায়গাটায় আজকে হয়নি। আশা করি সামনে এমন পরিস্থিতি আবার এলে, এখান থেকে ভালো কিছু হবে, ইনশাআল্লাহ।’

প্রথম ওয়ানডে হারল বাংলাদেশ। তবে হৃদয়ের বিশ্বাস এখন থেকে কামব্যাক করবেন তাঁরা, ‘ইনশাআল্লাহ, আমরা এখান থেকে খুব ভালোভাবে কামব্যাক করব। আমি মনে করি, এখানে যে ছোট ছোট ভুলগুলো করেছি আমরা, সেগুলো যথাসম্ভব কাটিয়ে উঠলে, এখান থেকে সিরিজ জেতা সম্ভব। যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি। আমরা অনেকেই আজকে সেরাটা দিতে পারিনি। যদি ২-৩ জনে ভালো অবদান রাখতে পারি, তাহলে এখান থেকে কামব্যাক করতে পারব।’

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ