হোম > খেলা > ক্রিকেট

হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক

মোস্তাফিজুর রহমানের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তাঁকে নিয়ে আর কোনো শঙ্কা নেই। বাংলাদেশি পেসারকে নিয়ে আজ এই সুসংবাদ দিয়েছে তাঁর বিপিএল ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ানস।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লা দলের ফিজিও এস এম জাহিদুল ইসলাম সজল বলেছেন, ‘মোস্তাফিজুর রহমানের অবস্থা এখন স্থিতিশীল ও বিপদমুক্ত। তাঁর মাথায় পাঁচটি সেলাই পড়েছে এবং আজ থেকে চোটের জায়গায় ড্রেসিং শুরু হয়েছে। আশা করি, আগামীকাল তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন।’

এবারের বিপিএলে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে কুমিল্লা। আগামীকাল চট্টগ্রাম পর্বে দিনের দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে প্লে অফ নিশ্চিত করে ফেলা আরেক দল রংপুর রাইডার্সের। তবে এ ম্যাচে মোস্তাফিজ খেলবেন কিনা সেটি জানায়নি কুমিল্লা।

গতকাল কুমিল্লা ভিক্টোরিয়ানসের নেট অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় মোস্তাফিজকে। সেদিনই চোট গুরুতর নয় বলে জানান ফ্র্যাঞ্চাইটির ফিজিও সজল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঘটনাটি ঘটে। মোস্তাফিজ নেটে বল করার পর পুনরায় বোলিংয়ের জন্য নিজের জায়গায় ফিরছিলেন। সে সময়ই সতীর্থ ম্যাথিউ ফোর্ডের একটি শট তাঁর মাথায় লাগে। তাৎক্ষণিকভাবে তাঁকে মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

সেকশন