Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

টি-টোয়েন্টিতে ৭ উইকেট নেওয়ার বিরল রেকর্ড মালেশিয়ান পেসারের

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টিতে ৭ উইকেট নেওয়ার বিরল রেকর্ড মালেশিয়ান পেসারের

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিং কার এমনটা জানতে চাওয়া হলে হয়তো বেশির ভাগ ক্রিকেটপ্রেমীই বলতে পারবেন না বোলারের নাম। আসলে না বলতে পারাটাই স্বাভাবিক। কতজন আর নাইজেরিয়া, মালয়েশিয়ার মতো দলগুলোর খেলা দেখে। সবারই তো চোখ থাকে আইসিসির পূর্ণ সদস্যের দলগুলোর দিকেই। 

তবে কিছু কিছু ক্ষেত্রে এখন থেকে নাইজেরিয়া, মালয়েশিয়ার দলগুলোর দিকেও চোখ রাখতে হবে ক্রিকেটপ্রেমীদের। কেননা, এসব দলের অনেক খেলোয়াড় ক্রিকেটের কিছু বিরল কীর্তি গড়েছেন। চীনের বিপক্ষে সায়াজরুল ইদ্রুস তেমনি এক রেকর্ড গড়েছেন। বিশ্বের অনেক ভয়ংকর বোলারও তাঁর মতো কীর্তি গড়তে পারেনি। রেকর্ডটি হচ্ছে প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭ উইকেট নেওয়ার। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে এশিয়া পর্বের (বি) বাছাইপর্বে গতকাল এই বিরল কীর্তি গড়েছেন সায়াজরুল। কুয়ালালামপুরে চীনের বিপক্ষে ৭ উইকেট নিয়েছেন তিনি। ৪ ওভারে ৮ রান দিয়ে ৭ উইকেট নেওয়ার সময় প্রত্যেক ব্যাটারকে আবার বোল্ড করেছেন এই পেসার। তাঁর পেস বোলিংয়ে প্রতিপক্ষ গুটিয়ে যায় মাত্র ২৩ রানে। অথচ উদ্বোধনী জুটিতেই ১২ রান তুলেছিল চীন। ২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটের জয় পায় মালয়েশিয়া ৪.৫ ওভারে। 

সায়জারুলের আগে যিনি সেরা বোলার ছিলেন, তিনিই খুব একটা পরিচিত নন অধিকাংশের কাছে। পিটার আহোর নামে নাইজেরিয়ান পেসারের বোলিং ফিগার ছিল ৫ রানে ৬ উইকেটের। ২০২১ সালে সিয়েরা লিওনের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি। এবার তাঁর রেকর্ডটি কেড়ে নিলেন সায়জারুল। 

 শীর্ষ পাঁচ সেরা বোলিং ফিগারের তালিকায় পরিচিত মুখ বলতে তিনে দীপক চাহার ও পাঁচে থাকা অজন্তা মেন্ডিস। ভারতের পেসার চাহার বাংলাদেশের বিপক্ষে ৭ রানে ৬ উইকেট নেন ২০১৯ সালে। চাহারের মতোই সমান ৭ রানে ৬ উইকেট নিয়ে চারে আছেন দীনেশ নাকরানি। ২০২১ সালে লেসোথোর বিপক্ষে এই নজির গড়েন উগান্ডার বাঁহাতি পেসার। আর ২০১২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ রানে ৬ উইকেট নিয়ে পাঁচে আছেন শ্রীলঙ্কার রহস্য স্পিনার মেন্ডিস। এঁদের মতো ৬ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে বিশ্বের আরও ৮ বোলারের।

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আম্পায়ার যাঁরা

পাকিস্তানের বর্তমান কোচকে ‘ভাঁড়’ বললেন সাবেক কোচ

অবসরের পরদিনই মুশফিককে জয় উপহার দিলেন তামিমরা

লঙ্কান ক্রিকেটারের চোখে মুশফিক বাংলাদেশের সত্যিকারের কিংবদন্তি

অজু ছাড়া মুশফিক ব্যাট-বল স্পর্শ করেন না, জানালেন তাঁর স্ত্রী

ইমনের সেঞ্চুরিতে তামিমের ক্লাবকে রানের পাহাড়ে চাপা দিল আবাহনী

ভারতের বিপক্ষে প্রতিশোধ নিয়ে শিরোপা জিততে মরিয়া নিউজিল্যান্ড

মিরপুরে মুশফিককে ‘গার্ড অব অনার’ দিলেন তামিমরা

নিউজিল্যান্ডের কাছে হারের পর দক্ষিণ আফ্রিকার গুরুতর অভিযোগ

মুশফিকের সেই পাঁজরভাঙা সেঞ্চুরি আজও মনে পড়ছে মাহমুদউল্লাহর