নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগুনে ম্যাচটা তখন শেষ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নানা তর্ক-বিতর্ক পেরিয়ে বাংলাদেশ হেসেছে জয়ের হাসি। জয়ের হাসিই শুধু নয়, বাংলাদেশের বুক থেকে নেমে গেছে বিরাট এক পাথর। চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশ—তখন ওটাই বড় স্বস্তি। এমন স্বস্তিকর মুহূর্তে মিডিয়া ম্যানেজার রাবীদ ইমামকে সাকিব আল হাসান জানালেন, একটা আঙুল গেছে!
শ্রীলঙ্কার বিপক্ষে নিজের ব্যাটিং ইনিংসের শুরুর দিকে বাঁ হাতের তর্জনীতে চোট পান সাকিব। আঙুলে ব্যথানাশক স্প্রে, সাপোর্টিং টেপ লাগিয়ে খেলা চালিয়ে যান। বাইরে থেকে একটুও বোঝার উপায় ছিল না সাকিব কত বড় চোট নিয়ে খেলছেন। হারতে হারতে ক্লান্ত দলকে জেতানোর তাড়া, অ্যাঞ্জেলো ম্যাথুসের ‘টাইমড আউট’ নিয়ে তুমুল আলোচিত-বিতর্কিত আর সেটির জেরে লঙ্কান ফিল্ডারদের তীব্র স্লেজিংয়ের শিকার—দাঁতে দাঁত চেপে সাকিব শুধুই লড়েছেন। ৬৫ বলে ৮২ রান করেছেন, নাজমুল হাসান শান্তকে নিয়ে তৃতীয় উইকেটে ১৬৯ রানের মহাগুরুত্বপূর্ণ এক জুটি গড়েছেন। দলকে জিতিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাঁর হাতের আঙুলে টেপ প্যাঁচানো দেখলেও সংবাদকর্মীদের কারও চোখে অস্বাভাবিক কিছু মনে হয়নি। খেলতে গেলে এ রকম টুকটাক চোটাঘাত সবারই থাকে। চোট নিয়ে সেদিন সংবাদ সম্মেলনে তাই একটি প্রশ্নও হয়নি।
সাকিবের চোট যে এত গুরুতর, জানা গেল এক্স-রে রিপোর্টে। দিল্লিতে জরুরি ভিত্তিতে করা তাঁর এক্স-রেতে চিড় ধরা পড়ে। পরদিন বাংলাদেশ টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলতে ধরেন পুনের ফ্লাইট, আর সাকিব হাতে ব্যান্ডেজ লাগিয়ে ফিরলেন ঢাকায়। ৫০ ওভারের বিশ্বকাপ তাঁর চিরতরে শেষ। এখন যে প্রেক্ষাপট, ওয়ানডে ক্যারিয়ারের সাকিবের শেষ ম্যাচও হয়ে থাকতে পারে ওটা।
অথচ চ্যাম্পিয়নস ট্রফির খেলার যোগ্যতা অর্জনের লক্ষ্যে ম্যাচটা জিততে সাকিব সেদিন কী না করেছিলেন! ক্রিকেটীয় চেতনার তোয়াক্কা না করে নিজের ইমেজ বিসর্জন দিয়ে দেশের মান রক্ষার চেষ্টা করেছেন। গত জুনে একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশিত এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, ‘এই ম্যাচে এটা যদি না হতো, আজকে বাংলাদেশ দল চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারত না। আর নিয়ে আসে নীতির কথা! আসল সময়ে বাংলাদেশে নীতির কথা কমই আসে। আমরা দেখানো নীতিতে বিশ্বাসী।’
বাংলাদেশ দল আগামী মাসে খেলতে যাবে চ্যাম্পিয়নস ট্রফি। দলও ঘোষণা হয়েছে। সাকিবের জায়গা হয়নি দলে। যেহেতু বোলিং অ্যাকশনে সমস্যা, বিসিবির নির্বাচক প্যানেল তাঁকে শুধু ব্যাটার হিসেবে বিবেচনা করছে না। যে টুর্নামেন্ট খেলার জন্য বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে এত কিছু করেছেন, সেটিতে এখন তিনি শুধুই দর্শক! ১৯ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের বর্ণিল অধ্যায় পেছনে ফেলে সাকিব হয়তো চেষ্টা করবেন আরও কিছুদিন ঘরোয়া বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যেতে। কিন্তু সেটি করতেও এখন বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করতে হবে তাঁকে। আর এবার তিনি পরীক্ষা দিতে চান ভালো প্রস্তুতি নিয়ে।