ক্রীড়া ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরেছে রাজস্থান রয়্যালস। তবে দল হারলেও বল হাতে দ্যুতি ছড়িয়েছেন মোস্তাফিজুর রহমান। আবুধাবিতে গতকাল দিল্লি ক্যাপিটালসের কাছে ৩৩ রানে হারা ম্যাচে সফল বোলার ছিলেন তিনি।
দিল্লিকে ১৫৪ রানে বেধে রাখতে শুধুই নিজেই ভালো বোলিং করেছেন তা নয়, সতীর্থদের থেকে সেরাটা বের করার চেষ্টা করেছেন মোস্তাফিজ। ইনিংস বিরতিতে সেটিই জানিয়েছেন সতীর্থ চেতন সাকারিয়া।
৪ ওভার বোলিং করে ২২ রান খরচায় দুই উইকেট নেন মোস্তাফিজ। ফেরান দিল্লির দুই ব্যাটিং স্তম্ভ ঋষভ পন্ত ও শিমরন হেটমায়ারকে। পন্তকে করেন বোল্ড আর হেটমায়ারকে ক্যাচ করেন সাকারিয়ার তালুবন্দী ।
রাজস্থানের হয়ে মোস্তাফিজের পর বল হাতে আলো ছড়িয়েছেন এই সাকারিয়াই। তিনি সেটির কৃতিত্বও দিয়েছেন মোস্তাফিজকে। ২৩ বছর বয়সী এই পেসার ইনিংস বিরতিতে বলেছেন, ‘নিজের সম্পকরে তাঁর (মোস্তাফিজের) পরিষ্কার ধারণা আছে। সে জানে কখন কী করতে হবে এবং আমাদের বাকি বোলারদেরও সেই পরামর্শ দেন।’
মোস্তাফিজের পরামর্শ সবচেয়ে বেশি কাজে লাগিয়েছেন সাকারিয়া। ৪ ওভার বোলিং করে ৩৩ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। আরেক বোলার রাহুল তেওয়াটিয়া একটি উইকেট পেলেও ইকোনমি ছিল ছয়ের নিচে। আগের ম্যাচের নায়ক কার্তিক তিয়াগিই কেবল ওভার প্রতি ১০ করে রান দিয়েছেন। অবশ্য তিনিও পেয়েছন একটি উইকেট।