ক্রীড়া ডেস্ক
অবশেষে শিরোপা হাতে দেশে ফিরলেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। আজ ভোরে নয়াদিল্লির আইজিআই বিমানবন্দরে অবতরণ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ বিজয়ী ভারত ক্রিকেট দল।
ক্রিকেট টিম ইন্ডিয়ার অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায় বিমান থেকে নেমে ভারত অধিনায়ক রোহিতকে ট্রফি উঁচিয়ে উদ্যাপন করতে। এ সময় তাঁকে স্বাগত জানান অপেক্ষারত দেশটির ক্রিকেট দলের সমর্থকেরা। কোহলি, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবরা চ্যাম্পিয়ন মেডেল গলায় পরে হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন জড়ো হওয়া সমর্থকদের।
এত দিন ধরে এই দিনের অপেক্ষায় ছিল ভারত ক্রিকেট দল ও দেশটির ভক্ত-সমর্থকেরা। ২৯ জুন বার্বাডোজের কেনসিংটন ওভালের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোমাঞ্চকর ৭ রানের জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। ১৭ বছর পর টুর্নামেন্টের এই শিরোপা নিয়ে দেশে ফেরার কথা তাদের পরদিনই। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে আটকে থাকতে হয় ক্যারিবীয় দ্বীপপুঞ্জে।
বার্বাডোজের ওপর দিয়ে বয়ে যাওয়া ভয়ংকর বেরিল হারিকেনের কারণে সেখানের হোটেলেই তিন দিন আটকে থাকতে হয় রোহিতদের। এরপর তাঁদের দেশে ফেরাতে বিসিসিআই ‘এআইসি ২৪ ডব্লুসি’ (এয়ার ইন্ডিয়া চ্যাম্পিয়নস ২৪ বিশ্বকাপ) নামের একটি বিশেষ চার্টার্ড এয়ার ইন্ডিয়া ফ্লাইটের ব্যবস্থা করে। বোয়িং ৭৭৭ ফ্লাইটটি নিউজার্সির নিউয়ার্ক থেকে গত বুধবার ভোরবেলা ব্রিজটাউনের গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
স্থানীয় সময় বেলা ২টায় নয়াদিল্লি থেকে উড্ডয়নের পর বিকেল ৪টায় মুম্বাইয়ে অবতরণ করবে বিশ্বকাপজয়ী ভারত দল। মুম্বাইয়ের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস (এপিসিএ) থেকে উন্মুক্ত বাসে চড়বে এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিজয় কুচকাওয়াজ করবে। সেই কুচকাওয়াজ শেষ হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এসে। এ সময় ভক্ত-সমর্থকেরা সরাসরি দেখতে পাবেন ১১ বছর পর ভারতকে বৈশ্বিক শিরোপা জেতানো রোহিত-কোহলিদের।