Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

‘বেবি এবি’র সেঞ্চুরিতে ম্লান আরিফুলের রেকর্ড সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক

‘বেবি এবি’র সেঞ্চুরিতে ম্লান আরিফুলের রেকর্ড সেঞ্চুরি

আগেই যুব বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সপ্তম স্থান নির্ধারণী ম্যাচেও গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে ২ উইকেটে হেরেছে রাকিবুল হাসানের দল। শিরোপা ধরে রাখার অভিযানে ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে গিয়ে অষ্টম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ।

বিশ্বকাপ ব্যর্থতার মধ্যেই বাংলাদেশ দলের বড় প্রাপ্তির নাম আরিফুল ইসলাম। অ্যালিস্টার কুক ও এইডেন মার্করামের পর যুব বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে টানা দুই ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন আরিফুল ইসলাম। আউট হওয়ার আগে ১০৩ বলে করেছেন ১০২ রান। ১৬তম ব্যাটার হিসেবে বিশ্বমঞ্চে ২টি সেঞ্চুরির দেখা পেলেন এই যুবা ক্রিকেটার। আরিফুলের সেঞ্চুরিতে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৯৩ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। 

বোলিংয়েও শুরুটা করেছিল বাংলাদেশ। ২৪ রানে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি ভাঙেন মুশফিক হাসান। তবে শুরুর ছন্দ ধরে রাখতে পারেননি বোলাররা। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা ডেওয়াল্ড ব্রেভিস আলো ছড়ালেন শেষ ম্যাচেও। উইকেটের এক পাশ আগলে দলকে এগিয়ে নিতে থাকেন ‘বেবি এবি’ নামে খ্যাত ব্রেভিস। ৭ ছক্কা ও ১১ চারে ১৩০ বলে ১৩৮ রান করে যখন ফেরেন, ম্যাচ তখন দক্ষিণ আফ্রিকার নাগালের মধ্যে। শেষ পর্যন্ত ৭ বল হাতে রেখেই ২ উইকেটের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

শেষ ম্যাচে দলের জয়ে বড় অবদানের সঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এক টুর্নামেন্টে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন ব্রেভিস। ৬ ম্যাচে ২টি শতক ও ৩টি অর্ধশতক মিলিয়ে ৮৪.৩৩ গড়ে করেছেন ৫০৬ রান। ২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৫০৫ রান নিয়ে রেকর্ডটি এত দিন দখলে রেখেছিলেন শিখর ধাওয়ান।

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আম্পায়ার যাঁরা

পাকিস্তানের বর্তমান কোচকে ‘ভাঁড়’ বললেন সাবেক কোচ

অবসরের পরদিনই মুশফিককে জয় উপহার দিলেন তামিমরা

লঙ্কান ক্রিকেটারের চোখে মুশফিক বাংলাদেশের সত্যিকারের কিংবদন্তি

অজু ছাড়া মুশফিক ব্যাট-বল স্পর্শ করেন না, জানালেন তাঁর স্ত্রী

ইমনের সেঞ্চুরিতে তামিমের ক্লাবকে রানের পাহাড়ে চাপা দিল আবাহনী

ভারতের বিপক্ষে প্রতিশোধ নিয়ে শিরোপা জিততে মরিয়া নিউজিল্যান্ড

মিরপুরে মুশফিককে ‘গার্ড অব অনার’ দিলেন তামিমরা

নিউজিল্যান্ডের কাছে হারের পর দক্ষিণ আফ্রিকার গুরুতর অভিযোগ

মুশফিকের সেই পাঁজরভাঙা সেঞ্চুরি আজও মনে পড়ছে মাহমুদউল্লাহর