Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

রাজাদের রাজত্বে দিশেহারা বাংলাদেশ

 ক্রীড়া ডেস্ক

রাজাদের রাজত্বে দিশেহারা বাংলাদেশ

সিকান্দার রাজা আর ইনোসেন্ট কাইয়ার ১৯২ রানের জুটিতেই প্রথম ওয়ানডে হেরেছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় ওয়ানডেতেও রাজা চোখ রাঙাচ্ছেন। আর তাঁকে দারুণ সঙ্গ দিচ্ছেন রেজিস চাকাভা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ চার উইকেটে ১৬৮। জয়ের জন্য শেষ ২০ ওভারে স্বাগতিকদের দরকার ১৩৪ রান

দলীয় ৪৯ রানে ৪ উইকেট হারিয়েছিল জিম্বাবুয়ে। এরপর পঞ্চম উইকেটে জুটি বাধেন রাজা ও চাকাভা। ৯৮ বলে ১১৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে এগিয়ে নিচ্ছেন এই দুজন। ৮৩ বলে ৬৮ রান নিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন রাজা। রাজার চেয়ে চাকাভার ব্যাটই অবশ্য আজ বেশি চওড়া। ৪০ বলে ৬০ রান নিয়ে ব্যাটিং করছেন জিম্বাবুয়ে অধিনায়ক। 

এর আগে বাংলাদেশের শুরুটা হয়েছিল প্রত্যাশিত। প্রথম ওভারেই স্বাগতিকদের উদ্বোধনী জুটি ভাঙেন হাসান মাহমুদ। তাকুদজোয়ানাশে কাইয়াতানো গোল্ডেন ডাকে ফেরান তিনি। নিজের পরের ওভারে তিন নম্বরে ব্যাটিংয়ে আসা কাইয়াকেও ফেরান এই পেসার। দু’জনই উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমের গ্লাভসে ধরা পড়েন। 

ওপেনার তাদিওয়ানাশে মারুমানির সঙ্গে জুটি বড় করতে ব্যর্থ হন ওয়েসলি মাদহেভেরেও (২)। ১৪ রানের এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। এরপর দলীয় ৪৯ রানে তাদিওয়ানাশেকে নিজের প্রথম ওভারে ফেরান তাইজুল ইসলাম। ২৫ রান করে ফেরেন এই ওপেনার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত

কোহলি-রোহিতদের জন্য আইপিএলেও কড়া নিয়ম

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

রোহিতকে ‘মোটা’ বলায় খেপেছে ভারতীয় ক্রিকেট বোর্ড

জ্যোতির ৮০ রানের ইনিংসের দিনে পুলিশের বাজে হার

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিশোধ নিয়ে ফাইনালে উঠতে ভারতের লক্ষ্য ২৬৫

টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়ক, বাদ বাবর-রিজওয়ান

ভারতীয় ক্রিকেটারদের হঠাৎ কালো আর্মব্যান্ড পরার কারণ কী

নিউজিল্যান্ড ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকার বড় দুশ্চিন্তা

৪ রানে ৬ উইকেট শেষ, ঢাকা লিগে বিজয়দের বাজে হার