হোম > খেলা > ক্রিকেট

তাসকিনের নাচ দেখে রেগে গেলেন মুজারাবানি!

হারারে টেস্টের দ্বিতীয় দিনের তখন শুরু মাত্র। বাংলাদেশ ইনিংসের ৮৫তম ওভারের চতুর্থ বল। ব্লেসিং মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বাউন্সটা ছেড়ে দিলেন তাসকিন আহমেদ। বলটা পেছনে উইকেটরক্ষকের হাতে চলে যেতেই হাত-পা বাকিয়ে উইকেটেই দেখার মতো এক নৃত্যভঙ্গি করলেন তাসকিন। ব্যাপারটা পছন্দ না হওয়ায় বাংলাদেশি ব্যাটসম্যানের দিকে এগিয়ে গেলেন জিম্বাবুইয়ান পেসার। দুজনের চলল একচোট কথার লড়াই।

৮ উইকেটে ২৯৪ রান নিয়ে দ্বিতীয় দিনের শুরু করেছিল বাংলাদেশ। ১৩ রানে অপরাজিত থাকা তাসকিন মুজরাবানির করা ৮৫তম ওভারের তৃতীয় বলটা বাউন্ডারি ছাড়া করেছেন দারুণ এক কাভার ড্রাইভে। তখন থেকেই শুরু দুজনের কথার লড়াই। পরেরটা ছিল শর্ট বল। বল ছেড়ে দিয়েই নাচলেন তাসকিন! বিষয়টি হজম করতে পারেননি মুজারাবানি। তাসকিনও কম যান না। কপালে কপাল ঠেকিয়ে দুজনের তপ্ত বাক্য বিনিময় চলল কিছুক্ষণ। মুজরাবানি কী বলেছেন, তা বোঝা যায়নি। তবে হাত নাড়িয়ে তাসকিন যেন বোঝাতে চাইলেন, ‘পারলে আমাকে আউট করে দেখাও!’

লড়াই এখানেই শেষ নয়। কথার লড়াই হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ-ভিক্টর নাউচির মধ্যেও। ৮৮ ওভারে ব্যাটিং প্রান্তে থাকা মাহমুদউল্লাহকে কিছু একটা বলেছিলেন আজই ৩০ বছর বয়সে পা দেওয়া নাউচি। এগিয়ে এসে পাল্টা জবাব দেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান। পরে দুই আম্পায়ারের মধ্যস্ততায় বিষয়টি সেখানেই শেষ হয়।

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল