ক্রীড়া ডেস্ক
খুব বেশি দিন হয়নি চোট কাটিয়ে নেইমারের মাঠে ফেরা। গত মাসে বলিভিয়ার বিপক্ষে জোড়া গোল করে প্রত্যাবর্তনটা রাঙিয়েছিলেন। সঙ্গে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছিলেন। ছাড়িয়ে গেছেন কিংবদন্তি পেলের ৭৭ গোলের রেকর্ডকে।
কিন্তু মাস ঘুরতে না ঘুরতেই আবারও চোটে পড়লেন নেইমার। আজ উরুগুয়ের বিপক্ষে বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে স্থায়ীভাবেই বাইরে চলে গেলেন। ৪৪ মিনিটের সময় প্রতিপক্ষের ডিফেন্ডার নিকোলাস দে লা ক্রুজের সঙ্গে বল দখলের লড়াইয়ে চোট পান তিনি। মাঠে পড়ে যাওয়ার পর যেভাবে হাত দিয়ে মাটি চাপড়াচ্ছিলেন, তাতে বোঝা যাচ্ছিল ব্যথাটা হয়তো ভালোই পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা।
মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর যখন স্ট্রেচারে করে বাইরে নেওয়া হচ্ছিল, তখন কাঁদছিলেন নেইমার। মাটি চাপড়ানোর বড় শঙ্কাটাই হয়তো সত্যি হতে যাচ্ছে। আল হিলাল তারকা যেমন ফিরতে পারেননি, তেমনি ব্রাজিলও ম্যাচে ফেরেনি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের কাছে ২–০ গোলে হেরেছে।
বিরতির পর গোল শোধ দেওয়ার বিপরীতে দ্বিতীয় গোল হজম করে বসে ব্রাজিল। ৭৭ মিনিটে গোলদাতা নুনেজের পাস থেকে গোল করেন নিকোলাস। বক্সের মধ্যে ব্রাজিলের দুই ডিফেন্ডারের সঙ্গে জড়াজড়ি করে পাসটা দিয়েছিলেন নুনেজ। এই হারে ব্রাজিলের টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার যাত্রায় ছেদ পড়েছে। সঙ্গে ৪০ বছর পর এবারই প্রথমবার উরুগুয়ের বিপক্ষে ২–০ গোলে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।