Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

বেনজেমাকে ছাড়াই ক্লাব বিশ্বকাপের সেমির দল ঘোষণা রিয়ালের

ক্রীড়া ডেস্ক

বেনজেমাকে ছাড়াই ক্লাব বিশ্বকাপের সেমির দল ঘোষণা রিয়ালের

চলতি মৌসুমে চোট যেন করিম বেনজেমার নিত্যসঙ্গী। রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রায় ম্যাচেই অনুপস্থিত ছিলেন তিনি। চোটে পড়ায় এবার ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল দলে নেই বেনজেমা। 

আগামীকাল প্রিন্স মৌলা আবদেল্লাহ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে আল আহলির বিপক্ষে খেলবে রিয়াল। সেমিফাইনালকে সামনে রেখে গতকাল দল ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদ। ঘোষিত দলে নেই বেনজেমার নাম। একই সঙ্গে থিবো কর্তোয়া, এদের মিলিতাও, লুকাস ভাসকেজ, ফার্লান্দ মেন্দি-এই চারজনকেও সেমির দলে রাখেনি লস ব্লাঙ্কোসরা। 

চোট জর্জর দল হওয়া সত্ত্বেও আশা হারাচ্ছেন না কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ কোচ বলেন, ‘আমরা কোনো টুর্নামেন্ট নিয়ে আশা হারাচ্ছি না। স্প্যানিশ কাপ সেমিফাইনাল, ইউরোপে শেষ ষোলো এবং ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল-সব জায়গাতেই কাছাকাছি আছি।’ 

বেনজেমা যে ক্লাব বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গেছেন তা অবশ্য নয়। যদি মাদ্রিদ ফাইনালে উঠতে পারে, তাহলে ফেরার সম্ভাবনা রয়েছে বেনজেমার। বেনজেমার সঙ্গে ফিরতে পারেন কোর্তোয়া ও মিলিতাও। 

গত বৃহস্পতিবার সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে পায়ের চোটে পড়েন বেনজেমা। বেনজেমা সেই ম্যাচে ৬০ মিনিট পর্যন্ত খেলতে পেরেছেন। দুটো গোলে অ্যাসিস্ট করেছিলেন তিনি।

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায়ের পর স্মিথের অবসর

সাকিবের রেকর্ডটাও রেহাই পেল না কোহলির হাত থেকে

দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচে সেই অদৃশ্য ভয় নেই

পরিপূর্ণ দক্ষিণ আফ্রিকার সামনে প্রত্যয়ী কিউইরা

ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে, নিউজিল্যান্ড নাকি দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত

কোহলি-রোহিতদের জন্য আইপিএলেও কড়া নিয়ম

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

রোহিতকে ‘মোটা’ বলায় খেপেছে ভারতীয় ক্রিকেট বোর্ড

জ্যোতির ৮০ রানের ইনিংসের দিনে পুলিশের বাজে হার