মিরপুর, সিলেট, চট্টগ্রাম পর্ব শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আবার ফিরছে মিরপুরে। ২৪ ও ২৫ জানুয়ারি দুই দিন খেলা না থাকায় ক্রিকেটাররা সময় কাটিয়েছেন নিজের মতো করে। মিরপুরে বিপিএলের শেষ অংশ শুরুর আগে তামিম ইকবাল দিয়েছেন ডিনার পার্টি। তামিমের ডিনার পার্টিতে দেখা গেছে তারার মেলা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তরা দাঁড়িয়ে আছেন তামিমের সঙ্গে। তারকা ক্রিকেটারদের সঙ্গে ছিলেন ধারাভাষ্যকার আতহার আলী খানও।
তাসকিন আহমেদ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ছবিটি পোস্ট করেছেন। বাংলাদেশের তরুণ পেসার ক্যাপশন দিয়েছেন, ‘তামিম ভাইয়ের বাসায় দারুণ ডিনার পার্টি ছিল। আমাদের নিমন্ত্রণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।’ এই ছবিটি পোস্ট করেছেন মেহেদী হাসান মিরাজও। ছবি: ফেসবুক
তামিম, তাঁর স্ত্রী আয়েশা সিদ্দিকার সঙ্গে তাসকিন ও তাঁর স্ত্রী ছবি তুলেছেন। এই ছবি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে তাসকিন লিখেছেন, ‘ধন্যবাদ তামিম ইকবাল ভাই ও আয়েশা সিদ্দিকা ভাবি আপনাদের এমন আতিথেয়তার জন্য।’তামিম ইকবালের পরিবারের সঙ্গে সস্ত্রীক ছবি তুলেছেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, লিটন দাসরা। ছবি: সংগৃহীত