হোম > খেলা > ক্রিকেট

জামাতা শাহিনকে ‘বাদ’ দেওয়ার সিদ্ধান্তে সমর্থন জানালেন আফ্রিদি

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে বাকি সিরিজের বাকি দুই টেস্ট থেকে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে বাদ দেওয়ায় বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। এই ইস্যুতে মুখ খুললেন শহীদ আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন নির্বাচকদের সিদ্ধান্ত জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। 

আফ্রিদি মনে করেন, বাদ দেওয়ায় তিন তারকার ক্যারিয়ার আরও লম্বা হতে সহায়তা করবে। সঙ্গে ভবিষ্যতে পাকিস্তানের বেঞ্চও শক্ত মনে করেন তিনি। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে সাবেক এই অলরাউন্ডার লেখেন, ‘বাবর, শাহিন ও নাসিমকে বিশ্রাম দেওয়া নিয়ে নির্বাচকদের সিদ্ধান্তকে সমর্থন জানাই। এই পদক্ষেপ শুধু এই চ্যাম্পিয়ন খেলোয়াড়দের ক্যারিয়ারকে সুরক্ষিত ও লম্বা করতেই সহায়তা করবে না, এটা দারুণ সুযোগ উদীয়মান প্রতিভাদের পরীক্ষা করারও। সঙ্গে ভবিষ্যতের জন্য শক্তিশালী বেঞ্চও তৈরি করবে।’ 

গত ১৮ ইনিংসে ৫০ ছোঁয়া ইনিংস নেই বাবরের। মুলতানে সিরিজের প্রথম টেস্টে তিনি দুই ইনিংসে করেন ৩০ ও ৫ রান। তার পরও সাবেক অধিনায়ককে বাদ দেওয়া নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। মুলতান টেস্টে সাফল্য পাননি দুই পেসার শাহিন, নাসিমও। তবে পিসিবি ইংল্যান্ডের বিপক্ষে বাকি দুই টেস্টের দল ঘোষণার সময় জানায়, এই তিন তারকাকে বাদ নয়, বিশ্রাম দেওয়া হয়েছে। 

শাহিন সম্পর্কে শহীদ আফ্রিদির জামাতা। ভাগনের হাতেই মেয়ের দায়িত্ব তুলে দিয়েছেন আফ্রিদি।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন