Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

এবার ভারত সরকারের পদ্মশ্রী পাচ্ছেন অশ্বিন

ক্রীড়া ডেস্ক    

এবার ভারত সরকারের পদ্মশ্রী পাচ্ছেন অশ্বিন
ভারত সরকারের পদ্মশ্রী পাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। ছবি: ক্রিকইনফো

২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফির মাঝখানেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দেন রবিচন্দ্রন অশ্বিন। এবার তিনি পাচ্ছেন ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার। যা দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।

পদ্ম পুরস্কারের জন্য ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল ১৩৯ জনের নাম প্রকাশ করেছে। যার মধ্যে ৭ জন পেয়েছেন পদ্মবিভূষণ পুরস্কার। পদ্মশ্রী ১৯ জন এবং ১১৩ জনকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে। ক্রীড়াবিদদের মধ্যে অশ্বিন, ভারতের সাবেক ফুটবলার আই এম বিজয়ান, প্যারালিম্পিক পদকজয়ী হারভিন্দর সিং, সত্যপাল সিং পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। ভারতীয় হকি দলের সাবেক অধিনায়ক পি আর শ্রীজিশকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হচ্ছে, যা তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। এ বছরের মার্চ-এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই পুরস্কার দেবেন।

২০২৩ সালে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবশেষ গুরুচরণ সিং পদ্মশ্রী পেয়েছিলেন। জহির খান এই পুরস্কার পেয়েছিলেন জহির খান ২০২০ সালে। আর ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ২০১৯ সালে এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন। বিরাট কোহলি এই পুরস্কার পেয়েছিলেন ২০১৭ সালে।

এর আগে সুনীল গাভাস্কার, কপিল দেব, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, মহেন্দ্র সিং ধোনির মতো তারকারাও এই পুরস্কার পেয়েছিলেন।

শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা, শিল্পকলা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ভারত সরকার প্রতি বছর পদ্মশ্রী পুরস্কার দিয়ে থাকে। পদ্মশ্রী পুরস্কারে ভূষিত অশ্বিন ২০১০ থেকে ২০২৪ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ভারতের জার্সিতে ১৪ বছরের ক্যারিয়ারে ১০৬ টেস্ট, ১১৬ ওয়ানডে ও ৬৫ টি-টোয়েন্টি খেলেছেন। ২৮৭ ম্যাচে পেয়েছেন ৭৬৫ উইকেট। যার মধ্যে টেস্টেই নিয়েছেন ৫৩৭ উইকেট।

আফগানদের অপেক্ষায় রেখে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়া

আফগানিস্তানের সেমিতে যাওয়ার ‘আকাশ-কুসুম’ সমীকরণ

সমালোচনার মুখে অধিনায়কত্ব ছাড়লেন বাটলার

ইংল্যান্ড ম্যাচের আগে বড় সুখবর দক্ষিণ আফ্রিকার

সেমির স্বপ্ন পূরণে আফগানদের পুঁজি ২৭৩

পাকিস্তান সুপার লিগের সূচি প্রকাশ, বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ কবে

ইতিহাস গড়ার লক্ষ্যে ব্যাটিংয়ে আফগানরা, অস্ট্রেলিয়ার এবার কী হবে

চ্যাম্পিয়নস ট্রফিতে গ্যালারিতেই ইফতার পাচ্ছেন দর্শকেরা

‘পাকিস্তান বাদ দিয়ে আফগানিস্তানের সঙ্গেই কাজ করবে ইউনিস’

নিউজিল্যান্ড ম্যাচের আগে ভারতের দুঃসংবাদ