হোম > খেলা > ক্রিকেট

এত কম রান করে আগে জেতেনি বাংলাদেশ

দারুণ এক জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। ম্যাচ জিতলেও গতকাল হতাশ করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। অস্ট্রেলিয়ান পেসারদের বিপক্ষে সুবিধা করতে পারেননি সৌম্য-শামীমরা। ১৩১ রানে বাংলাদেশের ইনিংস শেষ হলেও শেষ পর্যন্ত বোলারদের বীরত্বে ম্যাচ জেতে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এর আগে প্রতিপক্ষকে এত কম রানের লক্ষ্য দিয়ে ম্যাচ জেতেনি বাংলাদেশ।

কাল মিরপুরে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ করতে পেরেছিল ১৩১ রান। বাংলাদেশের ইনিংস শেষে ২০ রান কম হয়েছে মনে হলেও সেই ঘাটতিটা বুঝতে দেননি সাকিব-নাসুমরা। বাংলাদেশের স্পিনের কোনো জবাবই ছিল না অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের কাছে। সিরিজ শুরুর সাকিবদের নিয়ে যে শঙ্কার কথা জানিয়েছিলেন ম্যাথু ওয়েড সেটাই যেন কাল হাতেকলমে দেখলেন। নাসুম–সাকিব–মেহেদীদের ঘূর্ণি বিষে ১১ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। শুরুর ধাক্কা আর সামলে উঠতে পারেননি ওয়েড-মার্শরা। শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচ জেতে ২৩ রানে। 

এর আগে ২০১৬ সালে মিরপুরেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৩৩ রান করে জিতেছিল বাংলাদেশ। আমিরাতকে ৮১ রানে অলআউট করে ৫১ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরা হয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টিতে কম রানের লক্ষ্য দিয়ে এতদিন এটাই ছিল বাংলাদেশের সেরা জয়। 

তবে দেশের বাইরে সবচেয়ে কম রান করে জিতেছিল ২০১২ সালে। আয়ারল্যান্ডের বিপক্ষে বেলফাস্টে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৪৬ রান করেছিল বাংলাদেশ। জবাবে নির্ধারিত ২০ ওভারে আইরিশরা ৬ উইকেট হারিয়ে করতে পেরেছিল ১৪৫ রান। এক রানে ম্যাচ জিতেছিল বাংলাদেশ।

প্রথম টি-টোয়েন্টিতে শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা জিতলেও আড়াল হচ্ছে না বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতা। আজ মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সৌম্য-নাঈম-মাহমুদউল্লাহদের পালা বোলারদের সঙ্গে সমানতালে এগিয়ে আসার।

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন