ক্রীড়া ডেস্ক
২৪ বছর মাহমুদুল হাসান জয় পূর্ণ করেছেন গত বুধবার। সুদূর ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের তরুণ ক্রিকেটারের জন্মদিনটা উদযাপন করতে হলো একটু দেরিতেই। সে যা-ই হোক, সতীর্থদের সঙ্গে বিদেশে এমন জন্মদিনের উপলক্ষ্য কজনেরই বা হয়!
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ সকাল ৯টা ২৮ মিনিটে একটি ভিডিও পোস্ট করেছে। ক্যাপশন দিয়েছে, ‘অ্যান্টিগায় চলছে জন্মদিনের আবহ। হাসি, মজায় উদযাপন করা হলো জয়ের বিশেষ দিন। দলের স্পিরিটটাও অপ্রতিরোধ্য।’ ৯ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা গেছে, মেহেদী হাসান মিরাজ কেকটা কেটে জয়কে খাওয়াচ্ছেন। মুহূর্তেই তাসকিন আহমেদ কেকের একটা অংশ নিয়ে জয়ের কপাল থেকে শুরু করে নাক-মুখে মাখিয়ে দিয়েছেন। সে সময় জয়ের মাথায় হাত দিয়ে রাখেন হাসান মাহমুদ। এমন ঘটনায় জয় কিছুটা হতচকিত হয়ে গেছেন। বিসিবির এই ভিডিওতে ১ ঘণ্টার মধ্যেই প্রতিক্রিয়া এসেছে প্রায় ৩ হাজার। এক শর কাছাকাছি মন্তব্য হয়েছে। অনেকেই জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে।
অ্যান্টিগায় এখন অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল অ্যান্টিগার কুলিজ গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে শুরু হয়েছে বাংলাদেশের দুই দিনের টুর ম্যাচ। প্রথম দিনটা বাংলাদেশ শেষ করেছে ২৪৮ রানে এগিয়ে থেকে। জাকের আলী অনিক (৪৮) ও মাহিদুল ইসলাম অঙ্কনের (৪১) দুর্দান্ত ব্যাটিংয়েই প্রথম ইনিংসে ২৫৩ রান করতে পারে বাংলাদেশ। তবে ওপেনিংয়ে নেমে জয় করেছেন ১৯ বলে ৮ রান।
আন্তর্জাতিক ক্রিকেটেও জয় ব্যর্থ হচ্ছেন নিয়মিত। টেস্টে সবশেষ ফিফটি পেয়েছেন গত বছরের নভেম্বর-ডিসেম্বরে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর এই সংস্করণে টানা ১০ ইনিংসে কোনো ফিফটি নেই। জন্মদিন যেভাবে উদযাপন করা হয়েছে, তাঁর ব্যাট সেভাবেই জ্বলে উঠুক বাংলাদেশের ভক্ত-সমর্থকদের এখন চাওয়া নিশ্চয়ই এটুকু। ২২ নভেম্বর স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট।