নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হ্যাংজু এশিয়ান গেমসে বাংলাদেশের মুখ রক্ষা হয়েছে ক্রিকেটে। একমাত্র ক্রিকেট ডিসিপ্লিনেই নারী-পুরুষ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। পদক পাওয়া দুই দলকেই আজ আর্থিক সম্মাননা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।
বিওএয়ের এসএ গেমস, এশিয়ান গেমস, কমনওয়েলথ ও অলিম্পিক গেমসের জন্য ব্যক্তিগত ও দলীয় উভয় ক্ষেত্রে পদকের জন্য পৃথক পৃথক নীতিমালা রয়েছে। সেই নীতিমালা মেনে এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী দলের খেলোয়াড়েরা এক লাখ করে আর্থিক পুরস্কার পেয়েছেন। তাই নারী ও পুরুষ—দুই দলের ক্রিকেটারদের ৩০ লাখ টাকার পুরস্কার দিয়েছে বিওএ।
নীতিমালা অনুযায়ী খেলোয়াড়দের পাশাপাশি ২০ শতাংশ অর্থ কোচিং স্টাফ-কর্মকর্তারাও পাবেন। তাই ব্রোঞ্জজয়ী নারী ও ক্রিকেট দলের কোচিং স্টাফ ও কর্মকর্তারাও পাচ্ছেন তিন লাখ করে মোট ছয় লাখ টাকা। পুরস্কারের চেক আজ সকালে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে বিওএ বিসিবির কাছে হস্তান্তর করেছে।