আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা বেশ ভালোই যাচ্ছে গ্লেন ম্যাক্সওয়েলের। ওয়ানডে, টি-টোয়েন্টি—সংস্করণ যেমনই হোক, সেঞ্চুরি করা এক রকম অভ্যাস বানিয়ে ফেলেছেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে রোহিত শর্মার পাশে বসলেন ম্যাক্সওয়েল।
অ্যাডিলেড ওভালে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলছে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়েছে অস্ট্রেলিয়া। ঝোড়ো ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ৫.৩ ওভারে ২ উইকেটে ৫৭ রান। এরপর চার নম্বরে ব্যাটিংয়ে নামেন ম্যাক্সওয়েল। নিজের প্রথম বাউন্ডারিটাই ম্যাক্সওয়েল মেরেছেন ছক্কা। অষ্টম ওভারের শেষ বলে আকিল হোসেনকে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মারেন ম্যাক্সওয়েল। এরপর নবম ওভারের চতুর্থ বলে রান আউট থেকে বেঁচে যান ম্যাক্সওয়েল। বেঁচে যাওয়ার পরের বলেই কাভার-পয়েন্ট এলাকা দিয়ে ছক্কা মারেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের যে বোলারকেই ম্যাক্সওয়েল পেয়েছেন, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার তান্ডব চালিয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের পঞ্চম সেঞ্চুরি ম্যাক্সওয়েল তুলে নিয়েছেন ৫০ বলে। ১৯ তম ওভারের পঞ্চম বলে রোমারিও শেফার্ডকে কাভার দিয়ে চার মেরে রোহিতের পাশে বসেন ম্যাক্সওয়েল। রোহিত ও ম্যাক্সওয়েল—দুজনেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাঁচটি করে সেঞ্চুরি করে যৌথভাবে সবার ওপরে তাঁরা।
সেঞ্চুরির রেকর্ড গড়ে অবশ্য ম্যাক্সওয়েল থেমে থাকেননি। শেষ ওভার বোলিংয়ে আসা আন্দ্রে রাসেলের ওভারে দুই চার ও এক ছক্কা মেরেছেন ম্যাক্সওয়েল। ৫৫ বলে ১২ চার ও ৮ ছক্কায় ১২০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৪১ রান করেছে অস্ট্রেলিয়া। এটা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার চতুর্থ সর্বোচ্চ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অজিদের এটা সর্বোচ্চ।
৫-গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)
৫-রোহিত শর্মা (ভারত)
৪–সূর্যকুমার যাদব (ভারত)
৩-বাবর আজম (পাকিস্তান)
৩-সাবাউন দাভিজি (চেক প্রজাতন্ত্র)
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পাঁচ স্কোর:
২৬৩ /৩; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ভেন্যু: পাল্লেকেলে; ২০১৬
২৪৮ /৬; প্রতিপক্ষ: ইংল্যান্ড; ভেন্যু: সাউদাম্পটন; ২০১৩
২৪৫ /৫; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; ভেন্যু: অকল্যান্ড; ২০১৮
২৪১ /৪; প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ; ভেন্যু: অ্যাডিলেড; ২০২৪
২৩৩ /২; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ভেন্যু: অ্যাডিলেড; ২০১৯