হোম > খেলা > ক্রিকেট

গম্ভীরের কাছে হত্যার হুমকি এসেছে পাকিস্তান থেকে!

ক্রীড়া ডেস্ক

হত্যার হুমকি দেওয়া হয়েছে গৌতম গম্ভীরকে। ভারতের সাবেক ওপেনার ও বর্তমান সাংসদ গম্ভীরকে এই হুমকি দিয়ে দুটি ই-মেইল এসেছে পাকিস্তান থেকে। বৃহস্পতিবার এমন দাবি করেছে দিল্লি পুলিশ। এরই মধ্যে গম্ভীরের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

অবশ্য আগেই জানা গিয়েছিল, গম্ভীরকে এই হুমকি দিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) কাশ্মীর শাখা। আজ বৃহস্পতিবার দিল্লি পুলিশ জানিয়েছে, গুগলের কাছে ওই ই-মেইল অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য জানতে চেয়েছিল তারা। গুগল জানিয়েছে, ই-মেইলটি পাকিস্তান থেকে এসেছে। আইপি অ্যাড্রেসও পাকিস্তানের। 

গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় প্রথম ই-মেইল পেয়েছিলেন গম্ভীর। সেখানে লেখা ছিল, ‘আমরা তোমাকে এবং তোমার পরিবারকে মেরে ফেলব।’ বুধবার বেলা আড়াইটায় দ্বিতীয় হুমকির ই-মেইল পান সাবেক এই ভারতীয় ওপেনার। সেখানে লেখা ছিল, ‘আমরা তোমাকে হত্যার চেষ্টা করেছিলাম, কিন্তু গতকাল তুমি বেঁচে গেলে। যদি নিজের জীবন এবং পরিবারকে ভালোবাস, রাজনীতি ও কাশ্মীর সমস্যা থেকে দূরে থাকো।’ 

এবারই অবশ্য প্রথম নয়, এর আগেও হত্যার হুমকি পেয়েছিলেন গম্ভীর। ২০১৯ সালে অজ্ঞাত এক ফোনকলে সেই হুমকি এসেছিল তাঁর কাছে। 

হঠাৎ তানজিম সাকিবের কী হয়েছে

পাকিস্তানকে নিয়ে ভারতের আরেক ঝামেলা, আইসিসি কী করবে

রাজশাহীর বাজে অবস্থার কারণ তাহলে এটাই

১২ বছর ধরে না খেলা টুর্নামেন্টে কি এবার খেলবেন কোহলি

সাকিব-তামিমের ‘যুদ্ধ’ তাহলে দেখা যাবে সাবেকদের লিগে

এই লিটনকেই কি না ‘ভুয়া’ শুনতে হয়

তাসকিন হঠাৎ ‘গলায় দড়ি’ দেওয়ার প্রসঙ্গ আনলেন কেন

বিপিএলে আতশি কাচের নিচে চল্লিশের বেশি ক্রিকেটার

নাঈমের অলরাউন্ড নৈপুণ্যে জয়ের ধারায় চিটাগং

নিউজিল্যান্ডকে হারিয়ে নাইজেরিয়ার চমক

সেকশন