ঢাকা: মিয়া বিবি রাজি তো কেয়া কারেগা কাজি! বাবর আজম হয়তো চেয়েছিলেন গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন। তা আর হচ্ছে কোথায়! বাবরের বিয়ের খবর চাউর হয়ে গেছে। কনে তাঁর চাচাতো বোন। এরই মধ্যে আংটি বদল করেছেন বাবর। আপাতত এতটুকুই, আগামী বছর কনেকে ঘরে আনবেন পাকিস্তানি অধিনায়ক।
পিএসএল খেলতে পাকিস্তানি ক্রিকেটাররা এখন আরব আমিরাতে কোয়ারেন্টিনে আছেন। এই সময়ে পাকিস্তানি এক পত্রিকায় বাবরের বাগদানের খবর প্রকাশ হতেই সেটি চারদিকে ছড়িয়ে পড়ে। কদিন আগে টুইটারে ভক্তদের সঙ্গে দীর্ঘক্ষণ প্রশ্নোত্তর পর্ব চলে আজহার আলীর। সেখানে এক ভক্ত আজহারকে প্রশ্ন করেছিলেন, ‘বাবরকে নিয়ে কিছু বলুন।’ তখন পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক মজা করে বলেছিলেন, ‘বিয়ে করে ফেল বাবর!’
পাকিস্তান দলের এখন রাজ্যের ব্যস্ততা। পিএসএল খেলে ২৫ জুন তারা ইংল্যান্ড যাচ্ছে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলতে। ইংল্যান্ড থেকে ঘরের মাঠ এবং সংযুক্ত আরব আমিরাতে একের পর এক ব্যস্ত সূচি বাবরদের সামনে। অক্টোবর-নভেম্বরে ভারত অথবা আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ তো আছেই। বাবর হয়তো একটু সময় নিয়ে আগামী বছর বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সারতে চাইছেন বাবর।