হোম > খেলা > ক্রিকেট

বিপিএল খেলতে বাংলাদেশে মঈন-রাজাপক্ষে

ক্রীড়া ডেস্ক

আগামীকাল থেকে শুরু হচ্ছে বিপিএলের শেষ চারের লড়াই। শেষ দিকে টুর্নামেন্টের রোমাঞ্চ বাড়াতে দলগুলো বিদেশের বেশ কিছু তারকা ক্রিকেটারকে দলে ভেড়ানোর চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় বিপিএলে খেলতে এসেছেন মঈন আলী ও ভানুকা রাজাপক্ষে।

ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে আর শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটার রাজাপক্ষে খেলবেন ফরচুন বরিশালের হয়ে। তাঁদের খেলতে আসার বিষয়টি গতকাল সামাজিক মাধ্যমে নিজ নিজ দল নিশ্চিত করেছে।

মঈনের ছবি দিয়ে কুমিল্লা লিখেছে, ‘বিপিএল মাতাতে ইংলিশ তারকা অলরাউন্ডার মঈন আলী কুমিল্লা ভিক্টোরিয়ানসের সঙ্গে টিম হোটেলে যোগ দিয়েছেন। মঈন আলীকে কুমিল্লা ভিক্টোরিয়ানস পরিবারে স্বাগত।’

অন্যদিকে রাজাপক্ষের ছবি দিয়ে বরিশাল লিখেছে, ‘দলে যোগ দিতে ঢাকায় এসে পৌঁছেছেন শ্রীলঙ্কার ব্যাটিং সেনসেশন ভানুকা রাজাপক্ষে।’

আগামীকাল প্রথম ম্যাচে এলিমিনেটরে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। আর রাতে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। এলিমেনটরে যে দল জিতবে, সেই দল প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে।

এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল প্রথম কোয়ালিফায়ারের জয়ী দলের সঙ্গে শিরোপার লড়াইয়ে নামবে। এমন সমীকরণের হিসাবে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল সিলেট ও কুমিল্লা ফাইনালে ওঠার দুটি সুযোগ পাচ্ছে।

সেঞ্চুরি­ করেও হারের যন্ত্রণা বিজয়ের

সাকিবের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

সেকশন