হোম > খেলা > ক্রিকেট

ভারত-ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ধস ছিল একটা ‘দুর্ঘটনা’

আজকের পত্রিকা ডেস্ক­

ভারতের বিপক্ষে বাংলাদেশ ৩৫ রানে হারিয়েছিল ৫ উইকেট। ছবি: এএফপি

ব্যাটিং ধস বাংলাদেশ দলের কাছে নতুন আর কী! দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে সেই একই দৃশ্য দেখা গেছে। নিমেষেই অদৃশ্য হয়ে গেল বাংলাদেশের টপ অর্ডার। ৩৫ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশের পরে মান বাঁচিয়েছে তাওহীদ হৃদয় আর জাকের আলীর অনবদ্য ব্যাটিং। তাতেও অবশ্য বড় স্কোর গড়া হয়নি। বাংলাদেশও ম্যাচটা জিততে পারেনি। আজ ইসলামাবাদে দলের সঙ্গে থাকা বিসিবির নির্বাচক আবদুর রাজ্জাক বলেছেন, ভারতের বিপক্ষে ব্যাটিং ধস ছিল নিছকই একটা ‘দুর্ঘটনা’।

টপঅর্ডারের ব্যর্থতায় সবার আগে কাঠগড়ায় উঠবেন স্বয়ং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভালো করেননি সৌম্য সরকার, তানজিদ তামিমও। রাজ্জাকের আশা, এমন ব্যাটিং ধস সামনের ম্যাচে হবে না। তিনি আজ সাংবাদিকদের বলেছেন, ‘একটা ম্যাচ হয়ে গেছে, ৫ উইকেট পড়ে গেছে। এটা না টেনে বেড়ানোই ভালো। এটা একটা দুর্ঘটনা। আমরা যেরকম দল, ওরকম নই (দ্রুত ধসে পড়া)। ওটা দুর্ঘটনাবশত ঘটে গেছে। ওয়ানডেতে ওই অবস্থায় নেই আমাদের টপ অর্ডার। গত ম্যাচে যা একটু খারাপ হয়েছে। আশা করি পরের ম্যাচে এটা হবে না।’

প্রশ্ন উঠেছে মুশফিকুর রহিমের ফর্ম নিয়েও, যিনি ভারতের বিপক্ষে ফিরেছেন শূন্য রানে। রাজ্জাক অবশ্য মুশফিককে নিয়ে একেবারেই চিন্তিত নন, ‘কেন চিন্তার বিষয় হবে? একটা ম্যাচ খারাপ করেছে, এটা যে কারও হতে পারে। এটা মুশফিক, তাওহীদ হৃদয়, শান্ত, জাকের আলী—যে কারও হতে পারে। একজনের পারফরম্যান্স নিয়ে মনে হয় না চিন্তার বিষয় হবে আমাদের কাছে।’

মুশফিককে নিয়ে না চিন্তা করলেও পরশু রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে নিয়ে নিশ্চয়ই যথেষ্ট ভাবতে হবে। কিউইরা আছে আবার উড়ন্ত ফর্মে। কদিন আগে পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতেছে। চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানকেই হারিয়ে উড়ন্ত সূচনা করেছে তারা। প্রতিপক্ষের ফর্ম জেনে ঘুম হারামের পক্ষে নন রাজ্জাক, ‘নিউজিল্যান্ড কীভাবে শুরু করেছে, কীভাবে শেষ করেছে, জানি না। আমরা খুব একটা খারাপ অবস্থায় নেই। যদিও টুর্নামেন্টের প্রথম ম্যাচ হেরে শুরু করেছি। একটু তো হতাশা থাকেই। তবে নিশ্চিত খেলোয়াড়েরা সেটা কাটিয়ে উঠবে। সব সংস্করণেই নিউজিল্যান্ড বেশ ভালো খেলছে। এখানে এসে আবার সিরিজ জিতেছে। তবে এটা আলাদা টুর্নামেন্ট, ওটার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ মেলাতে চাই না।’

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ