হোম > খেলা > ক্রিকেট

এবারও নায়ক হতে পারলেন না ফারুকি 

সেই একই চিরপরিচিত গল্প। হেলমেট খুলে নাসিম শাহর বাধভাঙা উচ্ছ্বাস। অন্যদিকে দুর্দান্ত বোলিং করেও ফজল হক ফারুকির হতাশ হওয়া। ফরম্যাট যা-ই হোক, পাকিস্তানের বিপক্ষে আফগানদের তীরে এসে তরী ডোবার ঘটনা দেখা যাচ্ছে বারবার। 

হাম্বানটোটায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গতকাল মুখোমুখি হয়েছিল পাকিস্তান-আফগানিস্তান। পাকিস্তানের জিততে শেষ ওভারে দরকার ১১ রান। এই ওভার করতে আসেন ফজলহক ফারুকি। প্রথম বলে শাদাব খানকে মানকাডিং করেন ফারুকি। পাকিস্তানের তখন ৯ উইকেট শেষ। উইকেটে যখন নাসিম ও হারিস রউফ, তখন খোদ পাকিস্তানি সমর্থকেরাও হয়তো জয়ের কথা ভাবতে পারেননি। কিন্তু গল্পের রোমাঞ্চ যে তখনও বাকি। এক পর্যায়ে শেষ দুই বলে পাকিস্তানের জয়ের সমীকরণ দাঁড়ায় ৩ রানের। ফারুকির বলে আউটসাইড এজ হয়ে শর্ট থার্ড পেরিয়ে চলে যায় বাউন্ডারিতে। ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে সিরিজও নিজেদের করে নেয় পাকিস্তান। 

এর আগে গত বছরের এশিয়া কাপেও শেষ ওভারের রোমাঞ্চে পাকিস্তানের কাছে হেরেছিল আফগানিস্তান। শারজায় সুপার ফোরের সেই ম্যাচে তখন পাকিস্তানের জিততে শেষ ওভারে দরকার ছিল ১১ রান, হাতে ছিল ১ উইকেট। ইয়র্কার করতে গিয়ে ফজলহক ফারুকি লো ফুলটস করে দেন। লং অফের ওপর দিয়ে ছক্কা মেরে দেন নাসিম। পরের বলও একই রকম করলেন ফারুকি। এই বলটাও লং অফের ওপর দিয়ে ছক্কা মেরে পাকিস্তানকে রুদ্ধশ্বাস জয় এনে দেন নাসিম। পাকিস্তানও চলে গিয়েছিল এশিয়া কাপের ফাইনালে।

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন