হোম > খেলা > ক্রিকেট

চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি, রানার্সআপ ১ কোটি

ক্রীড়া ডেস্ক

কার হাতে উঠবে এবারের বিপিএলের শিরোপা—তামিম ইকবালের ফরচুন বরিশাল নাকি লিটন দাসের কুমিল্লা ভিক্টোরিয়ানস? এই প্রশ্নের ফয়সালা হবে আগামীকাল, মিরপুরে। তৃতীয়বারের মতন ফাইনালে মুখোমুখি হচ্ছে কুমিল্লা-বরিশাল।

ফাইনালের পরিসংখ্যানে অবশ্য কুমিল্লায় এগিয়ে। ২০১৫ সংস্করণে দুই দলের প্রথম ফাইনালে বরিশালকে হারিয়েছিল কুমিল্লা। সেবার বরিশালের নাম ছিল বরিশাল বুলস। ২০২২ ফাইনালেও জিতেছে কুমিল্লা, সেটিও ফরচুন বরিশালকে হারিয়ে। বিপিএলের সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা, এবার জিতলে প্রথম দল হিসেবে হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলবে তারা। কুমিল্লা এর আগে চারবার ফাইনাল খেলে কখনো ফাইনালে না হারলেও বরিশাল হেরেছে তিনবারই ।

তামিমরা কি এবার কুমিল্লার শিরোপা দৌড় থামাতে পারবেন? পারবেন তো বরিশালকে এনে দিতে প্রথম শিরোপা? ফাইনালে অবশ্য তামিম-লিটন কখনো হারেননি। এবার শেষ পর্যন্ত কে প্রথমবার ফাইনাল হারবেন? এমন অনেক প্রশ্নই ঘুরছে দুই দলের সমর্থকদের মনে। তবে যে জিতুক, শিরোপার পাশাপাশি হাতে উঠবে ২ কোটি টাকা। রানার্সআপ দল পাবে ১ কোটি টাকা। আজ ফাইনালের আগে বিপিএলের ১০ সংস্করণের প্রাইজমানি ঘোষণা করেছে বিসিবি। যে কয়েকটি শ্রেণিতে পুরস্কার দেওয়া হবে সেই প্রাইজমানি গত সংস্করণের সমান।

২০২৪ বিপিএল প্রাইজমানি
ফাইনালের ম্যাচসেরা: ৫ লাখ টাকা
টুর্নামেন্টের সেরা ফিল্ডার: ৩ লাখ টাকা
টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি: ৫ লাখ টাকা
টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক: ৫ লাখ টাকা
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: ১০ লাখ টাকা
রানার্সআপ: ১ কোটি টাকা 
চ্যাম্পিয়ন: ২ কোটি টাকা

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

সেকশন