হোম > খেলা > ক্রিকেট

সেই মজাটা পেতে তাইজুল হলেন নায়ক

ক্রীড়া ডেস্ক

বড় দলকে হারানোর মজাই আলাদা—চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছিলেন তাইজুল ইসলাম। নিউজিল্যান্ডের শেষ ব্যাটার ইশ সোধিকে আউট করার পর মুষ্টিবদ্ধ হাত ছুড়ে আজ জয়ের সেই মজাটাই উপভোগ করলেন তিনি। তাঁর অনবদ্য বোলিংয়ের সৌজন্যে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে ১৫০ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। 

সিলেট টেস্টের চতুর্থ দিনেই জয়ের কাজ অনেকটা সেরে রেখেছিল বাংলাদেশ। ৩৩২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের ৭ উইকেট তুলে নেয় ১১৩ রানেই। গতকাল একাই ৪ উইকেট নিয়ে দলকে জয়ের সুবাস এনে দেওয়া তাইজুল আজ নিয়েছেন দুটি। তাঁর ঘূর্ণিতে ১৮১ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। 

প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া তাইজুল দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৬টি। সব মিলিয়ে ম্যাচে ১০ উইকেট দ্বিতীয়বারের মতো নিয়েছেন বাঁহাতি স্পিনার। আর ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১২তম বারের মতো। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচ-সেরার পুরস্কারও হাতেনাতে পেয়েছেন তিনি। 

এই জয় দলের মানসিকতা বজায় রাখবে বলে ম্যাচ-সেরার পুরস্কার নিতে এসে জানিয়েছেন তাইজুল। তিনি বলেছেন, ‘দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দিত। ১০ উইকেট নেওয়ায় প্রেরণা আরও বাড়ল। আত্মবিশ্বাসের সঙ্গে জয় দলের মানসিকতা বজায় রাখবে। পারফরম্যান্সের পেছনে সতীর্থরা আমাকে সমর্থন দিয়েছে।’ 

নিউজিল্যান্ডকে হারিয়ে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটাও দুর্দান্ত করল বাংলাদেশ। প্রথম টেস্টে খেলতে নেমেই টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের চ্যাম্পিয়নদের হারিয়ে দিয়েছেন নাজমুল হাসান শান্তরা। জয়টি আবার ঘরের মাঠে কিউইদের বিপক্ষে প্রথম। এ নিয়ে টানা তৃতীয় টেস্টে জয় পেল বাংলাদেশ। এর আগে ঘরের মাঠে আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন