ক্রীড়া ডেস্ক
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার পারদ আকাশ ছোঁয়া। সেটা দ্বিপক্ষীয় সিরিজেই হোক অথবা অন্য কোনো টুর্নামেন্টে। বিশ্বকাপে অবশ্য উন্মাদনার মাত্রাটা একটু বেশিই থাকে। কিন্তু যতটা উন্মাদনার আঁচ পাওয়া যায় বাইরে, মাঠের লড়াইয়ে তার ছিটেফোঁটাও পাওয়া যায় না।
তবু বিশ্বকাপের সময় এলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ম্যাচ নিয়ে আলোচনা থাকে তুঙ্গে। দুই দলের মাঠের লড়াইয়ের আগে বাগ্যুদ্ধে জড়িয়ে পড়েন বর্তমান-সাবেকেরা। এবারও এর ব্যতিক্রম নয়। সৌরভ গাঙ্গুলি ও ওয়াকার ইউনিসের পাল্টাপাল্টি মন্তব্য তারই প্রতিচ্ছবি।
সম্প্রতি বিশ্বকাপের ম্যাচ নিয়ে সৌরভের মন্তব্য ভারত-পাকিস্তান ম্যাচ এখন একপেশে। সর্বশেষ কয়েক বছরে ভারত প্রায় ম্যাচই জিতেছে। ভারতের সাবেক অধিনায়কের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন এবার ওয়াকার ইউনিস। শুরুতে অবশ্য সৌরভের মন্তব্য নিয়ে কথা বলতে চাননি পাকিস্তানের কিংবদন্তি পেসার।
ওয়াকার বলেছেন, ‘এ নিয়ে মন্তব্য করতে চাই না। আমি মনে করি, আমরা ভালো ক্রিকেট খেলছি। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান একপেশে ম্যাচ জিতেছিল। যদিও এক ম্যাচ আমরা কাছে গিয়ে হেরেছি। তাই আপনি যা খুশি বলতে পারেন। ভারত-পাকিস্তান ম্যাচ বিশ্বের সর্বোচ্চ দ্বৈরথ। দুই দলের লড়াইয়ের মাত্রা এত বেশি যে, কারও মন্তব্যের কোনো গুরুত্ব নেই।’
এর আগে সৌরভ বলেছিলেন, ‘ম্যাচ নিয়ে অনেক উত্তেজনা থাকে। তবে খেলার মান শেষ কয়েক বছরে সেই পর্যায়ে নেই। কারণ সব ম্যাচেই ভারত একপেশে জিতেছে। দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ভারতকে হারিয়েছে পাকিস্তান।’
সৌরভ অবশ্য ভুল বলেননি। বিশ্বকাপের পরিসংখ্যানই তার প্রমাণ। এখন পর্যন্ত বিশ্বকাপে মোট ১৪ ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছে। সমান সাতবার করে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে। এর মধ্যে মাত্র এক ম্যাচ জিততে পেরেছে পাকিস্তান। ১২ বার জিতেছে ভারত। আর একটি হয়েছে টাই। পাকিস্তানের জয়টি এসেছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিশ্বকাপে দুই দল মুখোমুখি হবে আগামী ১৫ অক্টোবর। এর আগে অবশ্য এশিয়া কাপেও মুখোমুখি হবে তারা।