Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব বলছেন তাসকিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব বলছেন তাসকিন

এশিয়া কাপে খেলতে আজ দুপুর ১২টা ৫৫ মিনিটের ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ দল। সর্বশেষ টুর্নামেন্টে তাদের হয়েছিল তিক্ত অভিজ্ঞতা। প্রথম রাউন্ডের সব ম্যাচে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ। 

তাই এবার প্রথম রাউন্ড থেকে কৌশলে এগোতে চায় বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে গতকাল কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এবার প্রথমেই বড় লক্ষ্য নয়, প্রথম রাউন্ডে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচেই আপাতত দৃষ্টি তাঁদের। ম্যাচ ধরে ধরে এগোতে চান তাঁরা। এ দুটি ম্যাচ জিতে সুপার ফোর নিশ্চিত করাই বাংলাদেশের প্রথম লক্ষ্য। 

তবে আজ বিমানবন্দরে পেসার তাসকিন আহমেদ জানালেন, তাঁদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। শুধু তাই নয়, সবাই সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব বললেন তিনি, ‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা, ইনশা আল্লাহ...।’ 

তাসকিন বলেন, ‘দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। এশিয়া কাপের ফাইনাল যদি খেলতে পারি, সবাই দোয়া করবেন, যাতে আমরা সুস্থ থাকি এবং ভালো করতে পারি।’  

এর আগে তিনবার ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ দল। গত তিন সংস্করণের মধ্যে দুবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। তবে এবার সেই ব্যর্থতা ঘোচাতে চান তাঁরা। তাসকিন বললেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। ভালো ক্রিকেট খেলতে হবে। সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব।’

১১ দিনে অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড ভেঙে দিল নিউজিল্যান্ড

এক আফগানকে হটিয়ে আইসিসির ‘সিংহাসনে’ আরেক আফগান

পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন ভারতীয় ক্রিকেটার

ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে মুখ খুললেন স্মিথ

‘বাংলাদেশে ভালো ক্রিকেটার অনেক আছে কিন্তু কোয়ালিটি ক্রিকেটার খুব কম’

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায়ের পর স্মিথের অবসর

সাকিবের রেকর্ডটাও রেহাই পেল না কোহলির হাত থেকে

দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচে সেই অদৃশ্য ভয় নেই

পরিপূর্ণ দক্ষিণ আফ্রিকার সামনে প্রত্যয়ী কিউইরা

ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে, নিউজিল্যান্ড নাকি দক্ষিণ আফ্রিকা