Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

সমালোচনায় পাত্তা দেননি শান্ত

ক্রীড়া ডেস্ক

সমালোচনায় পাত্তা দেননি শান্ত

পারফরম্যানস যেমনই হোক, নাজমুল হোসেন শান্তকে নিয়ে আলাপ-আলোচনা খুবই সাধারণ ব্যাপার। কান পাতলেই শোনা যায়, শান্তকে নিয়ে চলছে বিস্তর সমালোচনা। তবে শান্ত এসব সমালোচনাকে পাত্তা দেননি। গত রাতে দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যমকে এমনটা জানিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেছেন শান্ত। পাঁচ ম্যাচে করেছেন ১৮০ রান। গড় ৩৬ এবং স্ট্রাইক রেট ১১৪.৬৪। করেছেন দুটো ফিফটি, যেখানে ব্রিসবেনে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ফিফটি তুলে নিয়েছিলেন। আর অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে পেয়েছেন দ্বিতীয় ফিফটি।

নিজের পারফরম্যানসে সন্তুষ্টি প্রকাশ করেছেন শান্ত। সমালোচনায় কান না দিয়ে নিজের খেলায় মনোযোগী ছিলেন বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার বলেন, ‘আমাকে নিয়ে অনেক কথা হয়েছে, আসলে ওদিকে আমি একদম ফোকাসই দিইনি। আমি আমার খেলায় বা অনুশীলনে ফোকাস দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু আমি মনে করি যে এখান থেকে আরো ভালো করতে পারি। সামনে ওটা চেষ্টা থাকবে।’

এবারের বিশ্বকাপে সুপার টুয়েলভে দুটো ম্যাচ জিতেছে বাংলাদেশ। নেদারল্যান্ডসকে ৯ রানে এবং জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়েছিল সাকিব আল হাসানের দল, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে ১৫ বছর পর বাংলাদেশের জয়। সেমিফাইনাল খেলার সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তাতে দল হিসেবে পারফরম্যান্স না করার আক্ষেপ শান্তর। আবার বিগত বিশ্বকাপগুলোর তুলনায় এটাই তাঁর (শান্ত) কাছে বাংলাদেশের সেরা পারফরম্যান্স। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘আমার মনে হয় যে, যদি আমরা আগের বিশ্বকাপগুলো দেখি ফল অনুযায়ী ভালো করেছি। সব থেকে ভালো যে দিকটা ছিল, আমরা দুটো ম্যাচ জিতেছি, এবং ভালো ক্রিকেট খেলেছি। ওগুলোতে আমরা দল হিসেবে ভালো খেলেছি। যেগুলো জিততে পারিনি, ওগুলো দল হিসেবে জিততে পারিনি। দল হিসেবে সবাই একসঙ্গে পারফরম্যান্স করেছি।’

বৃষ্টির পেটে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

ইংল্যান্ডকে আবারও চমকে দিতে চায় আফগানিস্তান

বাংলাদেশকে হারাতে সেই চোটের ‘নাটক’ নিয়ে মুখ খুললেন গুলবাদিন

‘পাকিস্তান ক্রিকেট মরে গেছে’

পাকিস্তানের বাজে আবহাওয়াই হতে দিচ্ছে না চ্যাম্পিয়নস ট্রফির এই ম্যাচ

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন বাংলাদেশের সাবেক কোচ

চ্যাম্পিয়নস ট্রফির মাঝপথে আবারও নিরাপত্তা ঝুঁকিতে পাকিস্তান

ভুলে ভারতের জাতীয় সংগীত বাজানো নিয়ে কী বললেন পাকিস্তানি ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকা নাকি অস্ট্রেলিয়া, সেমির পথে এগিয়ে যাবে কে আজ

নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম-ওয়াকাররাও