হোম > খেলা > ক্রিকেট

টেস্ট খেলতে না চাওয়ার ব্যাখ্যা দিয়েছেন তাসকিন

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই বিশ্রামে ছিলেন তাসকিন আহমেদ। চোটের কারণে জাতীয় দলের হয়ে খেলতে পারেননি নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের ও প্রতিপক্ষের মাঠে সিরিজে। এবারের বিপিএল দিয়েই মাঠে ফিরেছেন তিনি। 

বিপিএলে ফেরার পরও চোট মাথাচাড়া দিয়েছিল। চোটের কারণে এক ম্যাচ তো বোলিং কোটাই পূর্ণ করতে পারেননি তাসকিন। টেস্ট থেকে তাই বিরতি চেয়ে বিসিবির কাছে চিঠি দিয়েছেন বাংলাদেশের পেসার। কেন বিরতি চেয়েছেন, গতকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ শেষে দুর্দান্ত ঢাকার পেসার সেই ব্যাখ্যা দিয়েছেন। 

১০ বছরের ক্যারিয়ারে সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা পেসার হলেও টেস্টে নিয়মিত হতে পারেননি তাসকিন। গতকাল ঢাকাকে নেতৃত্ব দেওয়া অধিনায়ক বলেছেন, ‘আমার কাঁধে ৪৫ শতাংশ টিয়ার (পেশি ছিঁড়েছে) ছিল, সর্বশেষ এমআরআই যখন করেছিলাম বিশ্বকাপের সময়। এখনো রিহ্যাব ম্যানেজ করেই আমাকে খেলতে হচ্ছে। আল্লাহ না করুন, আরেকটু বড় টিয়ার হলে সার্জারি বাধ্যতামূলক। সার্জারি করলে আট মাস থেকে এক বছর বাইরে থাকা লাগতে হতে পারে। আবার ছন্দ কেমন হবে না হবে, অনেক কিছুর বিষয় আছে।’ 

বিপিএলের পর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন তাসকিন। তিনি বলেছেন, ‘বোর্ডকে তাই জানিয়েছিলাম যে আমাকে যদি টেস্ট ক্রিকেট থেকে বিরত রাখা যায়... তাহলে যত দিন আমার কাঁধ ভালো রাখা যায়...। যদি ভবিষ্যতে উন্নতি হয়, তাহলে চেষ্টা করব। এ জন্যই বলেছিলাম টেস্ট ক্রিকেটে আমাকে যেন আপাতত বিবেচনা না করা হয়। এখানে মেডিকেল দল বা সবার কাছেই প্রমাণ আছে, লুকানোর কিছু নাই। বলেছে বিপিএলের পর বসবে। কোচ এলে বোর্ডের সবাই মিলে বসবে। তখন কথা বলবে।’

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ