হোম > খেলা > ক্রিকেট

কোহলি-রুটরা মিলেছেন এক গোল্লায়

ক্রীড়া ডেস্ক, ঢাকা

ক্রিকেটপ্রেমীদের কাছে আশির দশক রঙিন হয়ে আছে চার ফাস্ট বোলিং অলরাউন্ডারের নৈপুণ্যে। ইমরান খান, কপিল দেব, স্যার ইয়ান বোথাম, স্যার রিচার্ড হ্যাডলি—ক্রিকেটপ্রেমীদের কাছে হৃদয়ে শিহরণ জাগানো অনুভূতির নাম।

বর্তমান সময়েও আছেন মুগ্ধ করা এমন চতুষ্টয়—তাঁরা অবশ্য অলরাউন্ডার নন; শুধুই ব্যাটসম্যান। এই অভিজাত ক্লাবের চার সদস্য হচ্ছেন বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, জো রুট, স্টিভেন স্মিথ। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক অনেক সেঞ্চুরি তাঁদের। অথচ এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো সেঞ্চুরি নেই তাঁদের। বিষয়টি একটু অবাক করার মতোই! 

বিরাট কোহলি
টেস্ট ও ওয়ানডে মিলিয়ে এখন পর্যন্ত ৭০টি সেঞ্চুরি করা কোহলির আইপিএলেও আছে পাঁচ-পাঁচটি সেঞ্চুরি। যেখানে ২০১৬ আইপিএলেই করেছেন ৪টি সেঞ্চুরি। অথচ ভারতীয় জার্সিতে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে তিন অঙ্ক ছোঁয়া যেন এক ‘মরীচিকা’! সর্বোচ্চ ৯৪ রানে অপরাজিত থেকেছেন। ৮০ থেকে ৯০-এর ঘরে তাঁর রয়েছে ৭টি ইনিংস, যার পাঁচটিতেই ছিলেন অপরাজিত। কখনো নিজের সেঞ্চুরি পূর্ণ হওয়ার আগেই দল পেয়েছে জয়ের দেখা। কখনো দলের প্রয়োজনে নিজের সেঞ্চুরির ভাবনা ঝেড়ে ফেলতে হয়েছে।

স্টিভ স্মিথ
টেস্টে কোহলির সমান ২৭ সেঞ্চুরি আছে স্মিথের। টেস্টের পারফরম্যান্স টেনে এনেছেন ওয়ানডেতেও। গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুটি সেঞ্চুরিতে ৭২ গড়ে করেছেন ২১৬ রান। স্বীকৃত টি-টোয়েন্টিতেও একটা সেঞ্চুরি আছে। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি নেই একটিও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিফটি করেছেন চারটি, যার মধ্যে দুবার পৌঁছেছেন ৮০-এর ঘরে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৯০ রানে থেমেছেন স্মিথ। 

কেন উইলিয়ামসন
১৪৪ বছরের প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কিউই অধিনায়ক উইলিয়ামসন। বরফশীতল ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কে যেমন দুর্দান্ত ইনিংস খেলেন, দলকেও এগিয়ে নেন দুরন্ত গতিতে ৷ এখন পর্যন্ত ৮৫ টেস্টে সেঞ্চুরি আছে ২৪টি। ওয়ানডেতেও ১৩ সেঞ্চুরিতে তাঁর গড় ৫০ ছুঁই ছুঁই। স্মিথের মতো কিউই অধিনায়কেরও স্বীকৃত টি-টোয়েন্টিতে একটা সেঞ্চুরি আছে। তবে এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩টা ফিফটি করলেও ছুঁতে পারেননি তিন অঙ্ককে। 

জো রুট
ইংল্যান্ড টেস্ট অধিনায়ক টেস্টে সেঞ্চুরি করেছেন ২৩টি। অভিজাত সংস্করণে এ বছর পার করছেন স্বপ্নের মতো। ওয়ানডেতে সেঞ্চুরি আছে ১৬টি। তবে টি-টোয়েন্টিতে নেই একটিও সেঞ্চুরি। স্বীকৃত টি-টোয়েন্টিতেও সেঞ্চুরি নেই রুটের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ পেরিয়েছেন পাঁচবার, ৮০ পেরিয়েছেন দুবার। সর্বোচ্চ ৯০ রানে অপরাজিত থেকেছেন। ইংল্যান্ড টি-টোয়েন্টি দলেও এখন তিনি ব্রাত্য। ওয়ানডে, টেস্টকে যতটা আপন করতে পেরেছেন, টি-টোয়েন্টিতে ততটা নয়।

সেঞ্চুরি­ করেও হারের যন্ত্রণা বিজয়ের

সাকিবের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

সেকশন