Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

সোহানের জিম্বাবুয়ে সফর শেষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সোহানের  জিম্বাবুয়ে সফর শেষ

অধিনায়ক হিসেবে গত পরশু  নুরুল হাসান সোহানের শুরুটা জয় দিয়ে না হলেও তাঁর দুর্দান্ত ব্যাটিং (২৬ বলে ৪২*) প্রশংসা কুড়িয়েছে। তবে গতকাল হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে বাংলাদেশ দলের নতুন অধিনায়ক হেসেছেন জয়ের হাসিতে। আর এ দিনেই তিনি পেলেন একটা দুঃসংবাদ। আঙুলের চোটে পড়ে সোহানের জিম্বাবুয়ে সফরই শেষ হয়ে গেছে তাঁর।

মাঝ রাতে বিসিবিও এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। কিপিং করার সময়ে  সোহান বাঁ হাতের তর্জনিতে চোট পেয়েছেন। যদিও গতকালকের ম্যাচে তাঁকে দেখে বোঝার উপায় ছিল না যে তিনি এত বড় চোট পেয়েছেন। ফিল্ডিংয়ের পুরোটা সময়েই কিপিং করে গেছেন। জিম্বাবুয়ের দেওয়া ১৩৬ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে জিতে যাওয়ায় ২৮ বছর বয়সী উইকেটকিপারের আর ব্যাটিং করার প্রয়োজন পড়েনি।

বিসিবি জানায়, সোহানের আঙুলে চিড় ধরেছে। এতে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। ফলে সোহানের জিম্বাবুয়ে সফরই শেষ হয়ে গেল।  বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে প্রথম জয়ের পরই চোটে পড়ে চিটকে যাওয়ায় স্বাভাবিকভাবেই মন খারাপ সোহানের। তবে এ নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে গতকাল রাতে ফোনে কিছু বলতে চাইলেন না তিনি। শুধু এতটুকু বললেন, ‌'আমরা (শেষ ম্যাচে) জিতব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন।' 

সোহান চোটে পড়ায় আপাতত কোনো বিকল্প খেলোয়াড় অন্তর্ভুক্ত করার চিন্তা নেই নির্বাচকদের। তবে আগামীকাল ফাইনালে রূপ নেওয়া সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচের জন্য বিকল্প অধিনায়ককে খুঁজতে হচ্ছে বাংলাদেশকে। এক্ষেত্রে লিটন দাস হতে পারেন তাদের সেরা বিকল্প।

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায়ের পর স্মিথের অবসর

সাকিবের রেকর্ডটাও রেহাই পেল না কোহলির হাত থেকে

দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচে সেই অদৃশ্য ভয় নেই

পরিপূর্ণ দক্ষিণ আফ্রিকার সামনে প্রত্যয়ী কিউইরা

ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে, নিউজিল্যান্ড নাকি দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত

কোহলি-রোহিতদের জন্য আইপিএলেও কড়া নিয়ম

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

রোহিতকে ‘মোটা’ বলায় খেপেছে ভারতীয় ক্রিকেট বোর্ড

জ্যোতির ৮০ রানের ইনিংসের দিনে পুলিশের বাজে হার