বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সানরাইজার্সের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ হয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। টুর্নামেন্ট চলার সময় খবর এসেছে, তাসকিন নিয়মের বাইরে গিয়ে পুরো পারিশ্রমিকের দাবি জানিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। যদিও তাসকিন জানিয়েছেন, বিষয়টি নিজেদের মধ্যে শুধুই ‘ভুল বুঝাবুঝি’।
ড্রাফটের বাইরে থেকে তাসকিনকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল সিলেট। তবে টুর্নামেন্টের মাঝ পথে এসে পারিশ্রমিক নিয়ে তাসকিন ও ফ্র্যাঞ্চাইজির মধ্যে খানিকটা সমস্যা বাধে। বিষয়টি নজরে আসার পরই বিপিএল গভর্নিং কমিটির মধ্যস্থতায় সেটির সমাধানও হয়। বিষয়টি দুই পক্ষের ভুল বুঝাবুঝি ছিল বলেই দাবি তাসকিনের।
আজ মঙ্গলবার বিসিবি একাডেমি মাঠে দলীয় অনুশীলনের পর তাসকিন বলেন, ‘আমার সঙ্গে তেমন কিছুই হয়নি। জয় ভাইয়ের (সিলেটের মালিক শেখ কুদরত-ই ইবতিহাজ জয়) কোনো ক্ল্যাশ বা এরকম কিছু হয়নি। এটা আসলে একটা ভুল বুঝাবুঝি ছিলো। আমাদের কথা ছিল ক্লিয়ার হওয়ার কথা। আমি আসলে ভেবেছিলাম আমার পারিশ্রমিকটা খেলা শেষ হওয়ার আগেই পুরোটা পরিশোধ হবে। আসলে একটা প্রক্রিয়া আছে, সে অনুযায়ী পুরষ্কার হবে।’
ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দ্বন্দ্বের খবর নিয়ে তাসকিন বলেন, ‘এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এটা দ্বন্দ্বের বিষয় না। জয় ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে এবং বিপিএল গভর্নিং কাউন্সিল থেকেও বলা আছে টাকাটা আমি প্রক্রিয়া অনুসারে পাব। আমার সঙ্গে আমাদের দলের মালিক বা অন্য কারও দ্বন্দ্ব নেই।’