হোম > খেলা > ক্রিকেট

সান্ত্বনার জয়ে ধবলধোলাই এড়াল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংশয় ছিল আফগানিস্তানের কাছে প্রথমবার ধবলধোলাইয়ের। তবে শেষ ওয়ানডেতে আফগানদের আর সেই সুযোগ দেয়নি বাংলাদেশ। বোলারদের দারুণ বোলিংয়ের পর অধিনায়ক লিটন দাসের ফিফটিতে ৭ উইকেটের জয়ে সিরিজ শেষ করেছে স্বাগতিকেরা। 

আফগানিস্তানের ১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এদিনও ওপেনিংয়ে বিপর্যয়। কোনো রান না করেই ফজল হক ফারুকির বলে বোল্ড হয়ে শূন্য রানে ফিরেছেন মোহাম্মদ নাঈম। তিনে নামা নাজমুল হোসেন শান্তও বেশিক্ষণ টেকেননি। ফারুকির বলেই ১৫ বলে ১১ রান করে তিনি আউট হয়েছেন। 

এরপর সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে জয়ের রাস্তাটা এগিয়ে নিয়েছেন লিটন দাস। তৃতীয় উইকেটে দুজন যোগ করেছেন ৬১ রান। মোহাম্মদ নবীর বলে সাকিব আউট হলে এই জুটি ভাঙে। ৩৯ বলে ৫ চারে ৩৯ রান করেছেন সাকিব। তাওহীদ হৃদয়কে নিয়ে জয়ের বাকি আনুষ্ঠানিকতা সারেন লিটন। অধিনায়ক ৫৩ ও হৃদয় ২২ রানে অপরাজিত থাকেন। এর আগে টস জিতে ব্যাটিং বেছে নেয় আফগানিস্তান। এদিন ইনিংসের শুরু থেকে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়েন আফগান ব্যাটাররা। একপর্যায়ে ১৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে আগের দুই ম্যাচে দাপট দেখানো আফগানরা। 

প্রথম ৩ উইকেটের দুটিই তুলে নেন সিরিজে প্রথমবার খেলতে নামা পেসার শরীফুল ইসলাম। অন্য ব্যাটার রহমানউল্লাহ গুরবাজের উইকেট নেন তাসকিন আহমেদ। এরপর চাপ অব্যাহত রাখেন বাংলাদেশ বোলাররা। ৬৮ রানে ৭ উইকেট হারানো আফগানরা শেষ পর্যন্ত যে স্কোর ১০০ পার করেছে এর বড় কৃতিত্ব আজমতউল্লাহ ওমরজাইয়ের। 

এক প্রান্তে নিঃসঙ্গ লড়াই চালিয়েছেন ওমরজাই। শেষ পর্যন্ত তাসকিনের বলে ৭১ বলে ৫৬ রানে থেমেছেন এই অলরাউন্ডার। আফগানদের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান এসেছে অধিনায়ক হাসমতউল্লাহ শহীদির ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন শরীফুল। ৯ ওভারে ২১ রান দিয়েছেন তিনি। দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন ও তাইজুল।

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান