Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

কোহলির পর গেইলকেও টপকে গেলেন রিজওয়ান 

ক্রীড়া ডেস্ক

কোহলির পর গেইলকেও টপকে গেলেন রিজওয়ান 

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে থেকেই দারুণ ফর্মে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। বিশ্বকাপে সেই ছন্দ ধরে রেখে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান করার রেকর্ড আগেই নিজের নামে করে নিয়েছেন। এবার ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়লেন এই পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার।

শারজায় কাল সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে কাল স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান। কাল অবশ্য ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি রিজওয়ান। খেলেছেন ১৫ রানের ইনিংস। তাতেই টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান করার দিক দিয়ে ক্রিস গেইলকে ছাড়িয়ে গেছেন। গেইলকে টপকে যেতে রিজওয়ানের দরকার ছিল মাত্র ৫ রান। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ব্র্যাড হুইলকে ফ্লিক করে এক রান নিয়ে তিনি ভেঙেছেন গেইলের ৬ বছর আগের রেকর্ড।

২০১৫ সালে গেইল রেকর্ডটি করেছিলেন ছয়টি ভিন্ন দলের হয়ে খেলে। ২০২১ সালে এখন পর্যন্ত রিজওয়ান তিনটি ভিন্ন দলের হয়ে খেলেছেন রিজওয়ান-পাকিস্তান, মুলতান সুলতানস ও খাইবার পাখতুনখাওয়া। এই তিন দলের হয়ে খেলে রান করেছেন ১৬৭৬। দুই নম্বরে নেমে গেছেন গেইল।

১৬১৪ রান নিয়ে এই তালিকার তিনে আছেন বিরাট কোহলি। আর রিজওয়ানের স্বদেশি বাবর আজম আছেন চার নম্বরে। ১৬০৭ রান করা বাবরের সামনে অবশ্য সুযোগ আছে রিজওয়ানকে ছাড়িয়ে যাওয়ার। ১৫৮০ রান করা এবিডি ভিলিয়ার্স আছেন ৫ নম্বরে।

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আম্পায়ার যাঁরা

পাকিস্তানের বর্তমান কোচকে ‘ভাঁড়’ বললেন সাবেক কোচ

অবসরের পরদিনই মুশফিককে জয় উপহার দিলেন তামিমরা

লঙ্কান ক্রিকেটারের চোখে মুশফিক বাংলাদেশের সত্যিকারের কিংবদন্তি

অজু ছাড়া মুশফিক ব্যাট-বল স্পর্শ করেন না, জানালেন তাঁর স্ত্রী

ইমনের সেঞ্চুরিতে তামিমের ক্লাবকে রানের পাহাড়ে চাপা দিল আবাহনী

ভারতের বিপক্ষে প্রতিশোধ নিয়ে শিরোপা জিততে মরিয়া নিউজিল্যান্ড

মিরপুরে মুশফিককে ‘গার্ড অব অনার’ দিলেন তামিমরা

নিউজিল্যান্ডের কাছে হারের পর দক্ষিণ আফ্রিকার গুরুতর অভিযোগ

মুশফিকের সেই পাঁজরভাঙা সেঞ্চুরি আজও মনে পড়ছে মাহমুদউল্লাহর