হোম > খেলা > ক্রিকেট

কোহলির পর গেইলকেও টপকে গেলেন রিজওয়ান 

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে থেকেই দারুণ ফর্মে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। বিশ্বকাপে সেই ছন্দ ধরে রেখে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান করার রেকর্ড আগেই নিজের নামে করে নিয়েছেন। এবার ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়লেন এই পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার।

শারজায় কাল সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে কাল স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান। কাল অবশ্য ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি রিজওয়ান। খেলেছেন ১৫ রানের ইনিংস। তাতেই টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান করার দিক দিয়ে ক্রিস গেইলকে ছাড়িয়ে গেছেন। গেইলকে টপকে যেতে রিজওয়ানের দরকার ছিল মাত্র ৫ রান। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ব্র্যাড হুইলকে ফ্লিক করে এক রান নিয়ে তিনি ভেঙেছেন গেইলের ৬ বছর আগের রেকর্ড।

২০১৫ সালে গেইল রেকর্ডটি করেছিলেন ছয়টি ভিন্ন দলের হয়ে খেলে। ২০২১ সালে এখন পর্যন্ত রিজওয়ান তিনটি ভিন্ন দলের হয়ে খেলেছেন রিজওয়ান-পাকিস্তান, মুলতান সুলতানস ও খাইবার পাখতুনখাওয়া। এই তিন দলের হয়ে খেলে রান করেছেন ১৬৭৬। দুই নম্বরে নেমে গেছেন গেইল।

১৬১৪ রান নিয়ে এই তালিকার তিনে আছেন বিরাট কোহলি। আর রিজওয়ানের স্বদেশি বাবর আজম আছেন চার নম্বরে। ১৬০৭ রান করা বাবরের সামনে অবশ্য সুযোগ আছে রিজওয়ানকে ছাড়িয়ে যাওয়ার। ১৫৮০ রান করা এবিডি ভিলিয়ার্স আছেন ৫ নম্বরে।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ