নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রোহিত শর্মা ঠিকই বলেছিলেন, ফাইনালের জন্য সেরাটা জমিয়ে রেখেছেন কোহলি। টুর্নামেন্ট জুড়েই রানের জন্য হাহাকার করতে থাকা বিরাট কোহলি ফাইনালে দলের ব্যাটিং বিপর্যয়ে ৫৯ বলে খেললেন ৭৬ রানের ইনিংস। দলকে করলেন চ্যাম্পিয়ন। হলেন ম্যাচ-সেরা।
দারুণ অর্জনের এমন এক দিনে সবাইকে চমকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দিলেন কোহলি। ম্যাচ-সেরার পুরস্কার নিতে এসে অবসরের ঘোষণা দিয়েছেন ভারত ওপেনার। কোহলি বললেন, ‘এটা আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এটি আমরা অর্জন করতে চেয়েছি। একদিন আপনার মনে হবে রানই করতে পারছেন না, তারপরে কিছু ঘটবে। ঈশ্বর মহান এবং যে দিন গুরুত্বপূর্ণ, আমি দলের কাজটি করেছি। এখন অথবা কখনোই নয়-ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি—কাজে লাগাতে চেয়েছি সবটুকু।’