হোম > খেলা > ক্রিকেট

পিসিবির নতুন নির্বাচক কমিটিতে ভরসা নেই ইনজামামের 

ক্রীড়া ডেস্ক

গত কয়েক মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক কমিটি পরিবর্তন হয়েছে বেশ কয়েকবার। যার মধ্যে নতুন নির্বাচক কমিটি তথ্য উপাত্তের ওপর বেশি নির্ভরশীল। তবে পিসিবির নতুন এই নির্বাচক কমিটির ওপর ভরসা করতে পারছেন না ইনজামাম-উল-হক।

কয়েক দিন আগে পিসিবির নতুন নির্বাচক কমিটি গঠন করেছে। কমিটিতে প্রধান নির্বাচক হারুন রশিদ। আরও আছেন পাকিস্তানের ছেলেদের ক্রিকেট দলের টিম ডিরেক্টর মিকি আর্থার, প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন এবং হাসান চিমা। হাসান একসময় ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোতে লিখেছেন। পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের অ্যানালিস্ট হিসেবেও কাজ করেছেন। দল নির্বাচনে তথ্য-উপাত্তের ব্যবহার করতে পারেন বলেই হাসানকে নেওয়ার কথা কদিন আগে জানিয়েছেন পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি। নতুন নির্বাচক কমিটিতে আস্থা নেই ইনজামামের। তার মতে, মাঠের পারফরম্যান্সকে গুরুত্ব দিয়ে দল নির্বাচন করা উচিত। কেননা একসময় পিসিবির প্রধান নির্বাচকও ছিলেন তিনি। পাকিস্তানের সাবেক এই ব্যাটার বলেন, ‘তথ্য উপাত্ত ভিত্তিক নির্বাচক কমিটির কথা আগে কখনো শুনিনি। অথবা এটা সম্ভবও না। মাঠের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই দল নির্বাচন করা উচিত। ক্রিকেট সম্পর্কে আমার যা জ্ঞান, তাতে মনে হয় না এটা ভালো কোনো পদক্ষেপ।’

নির্বাচক কমিটিতে অভিজ্ঞ লোক এসেছেন ঠিকই। তবে অধিনায়ক বাবর আজমের মতামতকেও গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে জানিয়েছেন শেঠি। পিসিবি প্রধান কদিন আগে বলেছেন, ‘নির্বাচনের অংশ হিসেবে থাকবে অধিনায়ক। তার (বাবর) মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। দল নির্বাচন নিয়ে সরাসরি কোচের সঙ্গে সে কথা বলতে পারবে।’

চ্যাম্পিয়নস ট্রফির সেরা বোলিংয়ের তালিকায় তাসকিনকে রেখেছে আইসিসি

বিদেশের লিগে লিটন-নাহিদ রানাদের খেলা উচিত : শান্ত

কেউ আমার বল সহজে খেলবে, মানতে পারি না

ভারতীয় বোর্ডের এমন নিয়মের কারণে হতাশ কোহলি

‘লিটনের থেকে অনেক কিছু শিখছে তামিম’

নিজের দলের ভরাডুবি হলেও তামিমের খেলা চমৎকার লেগেছে শাকিবের

নিউজিল্যান্ডের কাছে বাজে হারের ‘বদলা’ নেবেই পাকিস্তান

সোহান-সাদমানের সেঞ্চুরির দিনে তামিমদের দুর্দান্ত জয়

শাকিব যদি প্রস্তাব দেন তাসকিন কি সিনেমা করবেন

আইপিএলকে টেক্কা দিতে সৌদির ৬ হাজার কোটি টাকা লিগের পরিকল্পনা