হোম > খেলা > ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষে কঠিন লড়াই হবে, জানালেন জাহানারা

ক্রীড়া ডেস্ক

মেয়েদের ক্রিকেটে ইংল্যান্ড বেশ শক্তিশালী। দলটির বিপক্ষে টি-টোয়েন্টিতে আগে তিনবারের সাক্ষাতে তিনবারই হেরেছে বাংলাদেশ। তিনটিই টি-টোয়েন্টি বিশ্বকাপে। আগামীকালও নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ ইংলিশ মেয়েরা। 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শারজায় ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আগের ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্টে ১০ বছর পর জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। সেই আত্মবিশ্বাস নিয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। 

সেমিফাইনালে যাওয়ার জন্য এই ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ সংবাদ সম্মেলনে এসে সেই কথা বললেন বাংলাদেশ দলের পেসার জাহানারা আলমও, ‘ইংল্যান্ডের ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আমাদের লক্ষ্যই ছিল এক থেকে দুইটা ম্যাচ জেতা এবং দুটি ম্যাচ জিতলে হয়তো আমরা সেমিফাইনালের কাছাকাছি পৌঁছাতে পারব। আমাদের হাতে তিনটা পথ খোলা আছে, আমরা প্রথম অপশনটাই নেব। ইংল্যান্ডের সঙ্গেও যদি আমরা ভালোভাবে উতরে যেতে পারি তাহলে আমাদের জন্য আরও অনেক সহজ হয়। আসল কথা হচ্ছে আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। আর ইংল্যান্ড একেবারে সহজ প্রতিপক্ষ না। আমরা সবাই জানি আগামীকাল কঠিন একটা লড়াই হবে। সেদিক থেকে আমরা অবশ্যই আমাদের সেরা ক্রিকেটটা খেলার চেষ্টা করব। যেভাবে সবাই মিলে অবদান রেখে প্রথম ম্যাচে জিতেছি। চেষ্টা করব দ্বিতীয় ম্যাচেও সবাই মিলে এমন পারফরম্যান্স করে দেখাতে পারব।’ 

ইংল্যান্ডের বিপক্ষে আগে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। সেই অভিজ্ঞতা থাকায় এবার তাদের বিপক্ষে জয়ের খাতাটা খুলতে চান জাহানারা, ‘ইংল্যান্ডের সঙ্গে প্রত্যেক বিশ্বকাপেই আমরা খেলি। যখন আপনি অপরিচিত কোন প্রতিপক্ষের সঙ্গে খেলবেন তখন এটা আসলেই কঠিন। অনেক সময় এটা ভিডিও বিশ্লেষণের মাধ্যমে সম্ভব হয় না এবং স্ট্র্যাটেজিগুলো বাস্তবায়ন করা কঠিন হয়ে যায়। তারপর বলব আমাদের ভালো একটা মোমেন্টাম আছে, প্রথম ম্যাচে ভালো একটা জয় পেয়েছি। সেই মোমেন্টাম থেকে আমরা যে মোটিভেশন পেয়েছি এবং আমাদের যে এনার্জি আছে আমরা চেষ্টা করব সবগুলো নিয়ে সামনে এগোনোর জন্য। অবশ্যই, আমরা জেতার জন্য খেলব। বাকিটা আল্লাহ ভরসা।’

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল

পাওনা টাকা পেয়েই জ্বলে উঠলেন তাসকিনরা

তামিমের প্রতি সম্মান দেখালেন সাব্বির

দক্ষিণ আফ্রিকা যেন হাসপাতাল, একসঙ্গে চোটে ৮ পেসার

সেকশন