হোম > খেলা > ক্রিকেট

তিন মোড়লের নীতির বিপক্ষে বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ১৭: ৫৯
ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের টেস্টে দ্বিস্তর নীতির বিপক্ষে নাজমুল আবেদীন ফাহিম। ছবি: ফাইল ছবি

অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড আগেও টেস্ট ক্রিকেটে দ্বিস্তরের পক্ষে ছিল। এবার এই দুই মোড়লের দেশের সঙ্গে যোগ দিয়ে আরেক মোড়ল ভারতও টেস্টে দ্বিস্তর চাইছে। তাই ধারণা করা হচ্ছে এবার হয়তো দ্বিস্তরের টেস্ট কাঠামো আলোর মুখ দেখতেও পারে।

তবে তিন মোড়লের এই দ্বিস্তরের টেস্ট কাঠামোর বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল মিরপুরে বিসিবির মিডিয়া ভবনের সামনে সংবাদমাধ্যমকে এই ইস্যুতে নিজেদের অবস্থান জানিয়ে দিলেন বিসিবির পরিচালন নাজমুল আবেদীন ফাহিম, ‘ছোট দলগুলো বড় দলের সঙ্গে খেলতে না পারলে উন্নতির সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। আমাদের সুযোগ ছিল বড় দলের বিপক্ষে কয়েকটি ম্যাচ জিতে নিজেদের অবস্থান দৃঢ় করার। কিন্তু আমরা দীর্ঘ পরিসরের সংস্করণে প্রয়োজনীয় গুরুত্ব দিইনি, যার ফলে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। এখন আমরা কিছুটা কোণঠাসা অবস্থায় আছি। যদি এই পরিকল্পনা কার্যকর হয়, তাহলে এটি আমাদের জন্য বড় ধাক্কা হবে। কারণ, টেস্ট ক্রিকেট খেলছে হাতে গোনা কয়েকটি দেশ। এটি পুরো ক্রিকেটেরই ক্ষতিগ্রস্ত করবে।’

তবে টেস্টে দ্বিস্তর যাতে বাস্তবায়ন না হয়, সে জন্য নিজেদের অবস্থান থেকে যা করার তাই করবে বিসিবি। ফাহিমের ভাষায়, ‘টেস্টে দ্বিস্তর প্রবর্তন প্রতিহত করতে কৌশলগত আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। এটি সামাল দেওয়া সহজ হবে না, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’ এই চেষ্টার পরও যদি টেস্টে দ্বিস্তর চালু হয়, সেটা বাংলাদেশ দলের জন্য বড় একটা ধাক্কাই হবে বলে মনে করেন ফাহিম, ‘আমরা দীর্ঘ পরিসরের ক্রিকেটে প্রয়োজনীয় গুরুত্ব দিইনি। এখন তাই পিছিয়ে আছি। দ্বিস্তর কার্যকর হলে এটি হবে বড় একটা ধাক্কা।’

সাকিব আল হাসানকে নিয়েও কথা বলেন নাজমুল। সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষার ফলাফলের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় আছে বলে জানান তিনি, ‘যদি কেউ দু’বার পরীক্ষায় ফেল করে, তবে নির্দিষ্ট সময়ের আগে আর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে না। সাকিবের ব্যাপারে বিসিবির মিডিয়া বিভাগ কাজ করছে। আশা করছি দ্রুতই একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে, যাতে কোনো সন্দেহ না থাকে।’

শুধুমাত্র ব্যাটার হিসেবেও তো চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকতে পারেন সাকিব—এমন প্রশ্নে ফাহিমের উত্তর, ‘এটি পুরোপুরি নির্বাচকদের সিদ্ধান্ত। তারা চাইলে বোর্ডের সঙ্গে আলোচনা করবে।’

বিপিএল শেষে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফিতে দিবা-রাত্রির ম্যাচ থাকায় সে হিসেবেই প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা বিসিবির। ফাহিমের ভাষায়, ‘আমরা চ্যাম্পিয়নস ট্রফির আবহে প্রস্তুতির ছক তৈরি করছি। বর্তমানে যেভাবে ক্রিকেটাররা খেলছে, এটি আমাদের দলের জন্য আদর্শ প্রস্তুতি হবে।’

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আশপাশের কিছু লোক ভালো হতে দিচ্ছেন না, বলছেন সাব্বির

চার-ছক্কা হাঁকানো ভুলে যাননি সাব্বির

পাঁচ ম্যাচেও জয়ের মুখ দেখতে পেল না শাকিব খানের ঢাকা

হারের পর কার সঙ্গে লেগে গেল তামিমের