হোম > খেলা > ক্রিকেট

সেই নবীর কাছেই শীর্ষস্থান হারালেন সাকিব

ক্রীড়া ডেস্ক

এশিয়া কাপে মোহাম্মদ নবীর ব্যর্থতায় টি-টোয়েন্টিতে অলরাউন্ডারে শীর্ষে উঠেছিলেন সাকিব আল হাসান। এবার আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে নবীর কাছেই শীর্ষস্থান হারিয়েছেন বাংলাদেশী অলরাউন্ডার।

এশিয়া কাপের পর দুজনেই জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলেননি। এশিয়া কাপের পর ও র‍্যাঙ্কিং প্রকাশের মাঝে আফগানিস্তানের কোনো খেলা না থাকলেও বাংলাদেশের ছিল। আরব আমিরাতে বিপক্ষে দুই ম্যাচের সিরিজে না খেলায় সাকিবের দুই ম্যাচের পয়েন্ট কাটা গেছে। আর নবীর দেশের কোনো খেলা না থাকায় পয়েন্ট কাটা যায়নি তাঁর। এ জন্য পূর্বের ২৪৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আফগানিস্তানের এই অলরাউন্ডার। আর ২৪৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন সাকিব।

টি-টোয়েন্টিতে শীর্ষস্থান হারালেও ওয়ানডেতে এক নম্বরেই আছেন সাকিব। এখানেও তাঁর প্রতিদ্বন্দ্বী নবী। ৩৭২ পয়েন্ট নিয়ে সবার ওপরে বাংলাদেশি অলরাউন্ডার। ৩২৫ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছেন আফগানিস্তানের অলরাউন্ডার।

বর্তমানে সাকিব ও নবী দুজনেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন। সিপিএলে অম্ল-মধুর ফর্ম আছেন সাকিব। আগামীকাল ভোরে দ্বিতীয় কোয়ালিফারে জ্যামাইকা তালাওয়াশের বিপক্ষে খেলবেন সাকিব।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন